মেসিকে চাইছে আইসল্যান্ডের সবাই!
একে তো নিজেদের প্রথম বিশ্বকাপ, তার ওপর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ আর্জেন্টিনা। আইসল্যান্ডের ফুটবলারদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে লিওনেল মেসিকে ‘প্রতিহত’ করেই। ‘ভাইকিংসদের’ রাইট ব্যাক ডিয়েগো জোহানেসন বলছেন, দলের ১১ জনই ম্যাচ শেষে মেসির সাথে জার্সি বদল করতে চান!
সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে এবার রাশিয়া বিশ্বকাপ খেলতে যাচ্ছে আইসল্যান্ড। ড্রতে আর্জেন্টিনাকে পাওয়ায় ‘শঙ্কিত’ নয় দল, জানিয়েছিলেন দলের কোচ। আর্জেন্টাইন পত্রিকা ডেইলি ওলেকে জোহানেসন একটু মজা করেই জানিয়েছেন, মেসির উচিত হবে তাদের সবার জন্য রেপ্লিকা জার্সি নিয়ে আসা, “সবাই মেসির জার্সি চায়! আমিও তাদের মাঝে একজন। যে প্রথম তাঁকে বলবে, তাকেই হয়ত নিজের জার্সিটা দেবেন মেসি। আমরা তো জার্সি নিয়ে মারামারি করতে পারি না! তাই তিনি যদি ২৩ জনের জন্যই জার্সি আনেন তাহলে মন্দ হয় না!”
মেসিকে হয়ত আটকাতে হবে তাঁকেই। জোহানেসন বলছেন, দলের সবাই মেসির বিপক্ষে মাঠে নামতে পেরে উচ্ছ্বসিত, “মেসির বিপক্ষে খেলতে নামা একটু ভয়ের বিষয় বটে! কারণ তিনি বিশ্বের সেরা ফুটবলার। তবে আমরা তাঁর বিপক্ষে খেলতে পেরে খুশি।”
আর্জেন্টিনার বিপক্ষে জয়ের আশা ‘অমূলক’ নয় বলেই মানছেন জোহানেসন, “আমরা নিজেদের দিনে যে কাউকে হারাতে পারি। গত কয়েক বছরে এটা প্রমাণিত। ২০১৬ সালের ইউরোর সাফল্য কোনো অঘটন ছিল না।”