সিটিকে পেছনে ফেলার আশা দেখছেন না মরিনহো
লিগের অর্ধেকও পেরোয়নি। এর মাঝেই দুই দলের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১১। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হারের পর কোচ হোসে মরিনহো বলছেন, সিটিকে টপকে শিরোপা জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের।
ওয়েস্ট হামের কাছে পরাজয়ের পর চেলসি কোচ আন্তোনিও কন্তে বলেছিলেন, তাঁর দলের শিরোপার আশা শেষ। ঘরের মাঠে ৪০ ম্যাচ অপরাজিত থাকার পর সিটির কাছে হেরেছে ইউনাইটেডও। শিরোপা লড়াইয়ে সিটিজেনরা অনেকদূর এগিয়ে গেছে বলেই মানছেন মরিনহো, “আমার মনে হয় ইউনাইটেডের শিরোপার আশা অনেকটাই শেষ। সিটি দারুণ খেলছে, তাঁদের ভাগ্য সহায় হচ্ছে প্রতি ম্যাচে। ফুটবল ঈশ্বর যেন তাঁদের পক্ষেই আছেন! আমরা শুধু লড়ে যেতে পারি। এছাড়া আর বেশি কিছু করার নেই এখন।”
৭৯ মিনিটে অ্যান্ডার হেরেরার পেনাল্টি আবেদন নাকচ করে দেন রেফারি। মরিনহো বলছেন, ওই পেনাল্টি পেলে পরাজয় এড়াতে পারত দল, “এটা অনেক বড় সিদ্ধান্ত ছিল। রেফারি অলিভার পুরো ম্যাচেই ভালো খেলা পরিচালনা করেছেন। তবে ওই সিদ্ধান্তটা ভুল ছিল। তাঁর জন্য আমার খারাপও লাগছে। এই ম্যাচের কথা ভুলে সামনের দিকে তাকাতে হবে। এটাই করে আসছি সবসময়।”