মরিনহোর দিকে পানির বোতল ছুড়ে মেরেছিলেন সিটি ফুটবলাররা
‘ম্যানচেস্টার ডার্বি’ জয়ের পর ড্রেসিংরুমে উল্লাস হবে, সেটা অনুমেয় ব্যাপার। ম্যানচেস্টার সিটির ‘উল্লাসটা’ অবশ্য ভালো ঠেকেনি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোর। সিটি ড্রেসিংরুমে গিয়েছিলেন তাঁদের ‘বুঝাতে’। তবে ফল হলও উল্টো, সিটি গোলরক্ষক এডারসন মোয়ারেসের সাথে জড়িয়ে পড়লেন তর্কে। এক পর্যায়ে নাকি মরিনহোর দিকে দুধ ও পানিও ছুড়ে মারা হয়েছিল!
ম্যাচ শেষে উচ্চস্বরে গান বাজিয়ে উদযাপন করছিলেন সিটির ফুটবলাররা। ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করা মোয়ারেসের উচ্ছ্বাস ছিল একটু বেশিই। প্রতিপক্ষকে ‘সম্মান’ দেখাচ্ছেন না তাঁরা, এই অভিযোগ নিয়েই ম্যাচ শেষে সিটির ড্রেসিংরুমে গিয়েছিলেন মরিনহো। কথায় কথায় মোয়ারেসে সাথে তর্ক বাধে, বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর চিৎকার শুরু করেন দুজনেই।
জানা গেছে, এক পর্যায়ে সিটির ফুটবলারদের সাথে তর্ক বাধে পাশের রুম থেকে আসা ইউনাইটেড ফুটবলারদেরও। সেই সময় মরিনহোর দিকে পানির বোতল ছুড়ে মারা হয়। আহত হয়েছেন সিটির সহকারী কোচ মিকেল আর্টেটাও, তাঁর মাথা থেকে রক্তও ঝরেছে। ইউনাইটেডের রোমেলু লুকাকুও অনেকটা আক্রমণাত্মক হয়ে গিয়েছিলেন বলেও জানা যায়।
শেষ পর্যন্ত ঘটনা বেশিদূর গড়ানোর আগেই নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে শান্ত করা হয় পরিস্থিতি।