• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সহজ জয় পেল চেলসি

    সহজ জয় পেল চেলসি    

     

    আগের ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে হেরেছে দল। চেলসি কোচ আন্তোনিও কন্তে তো সেদিন বলেই দিয়েছিলেন, চেলসির শিরোপা জয়ের আশা শেষ। সেই পরাজয়ের দুঃস্মৃতি ভুলে অবশ্য ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে ব্লুজরা। হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে চেলসি।

     

     

     

    ম্যাচে কিন্তু এগিয়ে যেতে পারত হাডার্সফিল্ডই। ১০ মিনিটের মাথায় অ্যারন মুইয়ের শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক থিবো কর্তোয়া। প্রথম গোলটা অবশ্য চেলসিই করে। ২৩ মিনিটে উইলিয়ানের পাসে বল জালে জড়ান টিমু বাকায়োকো। ৪০ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন, তবে বাকায়োকোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

     

    তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। মার্কোস আলোনসোর ক্রসে হেডে গোল করেন উইলিয়ান। এই মৌসুমে এখন পর্যন্ত চেলসির ১০ গোল এসেছে হেডেই, গত মৌসুমে সব মিলিয়ে সেটা ছিল ৮।

     

    দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ম্যাচের তৃতীয় গোল করে চেলসির জয় অনেকটাই নিশ্চিত করেন পেদ্রো। তাঁর গোলেও ছিল উইলিয়ানের অ্যাসিস্ট। ১০ মিনিট পর আসতে পারত চতুর্থ গোলও, ইডেন হ্যাজার্ডের শট বাঁচিয়ে দেন হাডার্সফিল্ড গোলরক্ষক। এরপর পেদ্রোকেও কয়েকবার হতাশ না করলে বড় পরাজয়ই অপেক্ষা করছিল হাডার্সফিল্ডের জন্য। 

     

     

     

    ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে সান্ত্বনাসূচক গোল করেন হাডার্সফিল্ডের লরেন্ট ডেপোয়ট্রি। এই জয়ে প্রিমিয়ার লিগে ৫০ টি ভিন্ন স্টেডিয়ামে জয় পাওয়ার কীর্তি গড়ল চেলসি। তাঁদের চেয়ে এগিয়ে আছে শুধু লিভারপুলই, তাঁরা জয় পেয়েছে ৫৩ টি ভিন্ন স্টেডিয়ামে।

     

    ১৮ নভেম্বরের পর আবারও অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখা পেলো চেলসি। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে চেলসি, শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সাথে ব্যবধান এখনও ১১।