• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারে স্পেন!

    বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারে স্পেন!    

    গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপে পৌঁছেছে তাঁরা। আগামী বছর রাশিয়ায় পর্তুগাল, মরক্কো, ইরানের সাথে ‘বি’ গ্রুপে লড়বে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। তবে বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে হুমকির মুখে পড়েছে স্পেনের অংশগ্রহণ। ফিফা স্পেনকে সতর্ক করেছে, যদি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ওপর দেশটির রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হয় তাহলে স্পেনকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হবে।

     

     

     

    দুর্নীতির অভিযোগে স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি মারিয়া ভিলারকে পদচ্যুত করে দায়িত্ব দেওয়া হয়েছে হুয়ান লুইস লারেয়াকে। সামনেই হবে নতুন সভাপতি নির্বাচন। গুঞ্জন উঠেছে, স্পেন সরকারের স্পোর্টস কাউন্সিল এই নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

     

    ফিফা এক চিঠিতে সাফ জানিয়ে দিয়েছে, ফুটবল ফেডারেশনের ওপর কোনো ধরণের রাজনৈতিক হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। যদি এরকম কিছু প্রমাণিত হয়, তাহলে স্পেনের ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করা হবে। ফলে ২০১৮ সালের বিশ্বকাপেও অংশ নিতে পারবে না স্পেন।

     

    বছরের শুরুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তান ফুটবল ফেডারেশনকে। ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত একই কারণে নিষিদ্ধ ছিল কুয়েতও।