• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    বিশ্বকাপে খেলতে বাধা নেই গুরেরোর

    বিশ্বকাপে খেলতে বাধা নেই গুরেরোর    

    আর্জেন্টিনার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচের পর নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছিল। মাদক সেবনের অপরাধে পাওয়া এক বছরের নিষেধাজ্ঞার জন্য পেরু অধিনায়ক পাওলো গুরেরো খেলতে পারেননি প্লে-অফের দুটি ম্যাচও। নিউজিল্যান্ডের বিপক্ষে প্লে-অফ জিতে বিশ্বকাপে গেছে পেরু, তবে অনিশ্চিত ছিল মূল টুর্নামেন্টে গুরেরোর খেলা। শেষ পর্যন্ত দূর হলও শঙ্কা, বিশ্বকাপের আগেই উঠবে তাঁর নিষেধাজ্ঞা।

     

     

     

    কোকেন সেবনের অভিযোগে ৩ নভেম্বর থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল পেরু অধিনায়ককে। ১৯৮২ সালের পর প্রথমবার বিশ্বকাপে পৌঁছানো পেরু তাঁর এই নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে আসছে শুরু থেকেই। ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে আপিলও করেছিল দেশটির ফুটবল ফেডারেশন। প্লে-অফ চলার সময় প্রতিবাদী 'গোল উদযাপন' করেছিলেন পেরুর ফুটবলাররা। 

     

    ফিফা জানিয়েছে, আগামী মে মাসেই খেলা ফিরতে পারবেন গুরেরো, “ফিফা সিদ্ধান্ত নিয়েছে যে এক বছরের শাস্তি কমিয়ে ছয় মাসে নিয়ে আসা হবে। ফলে বিশ্বকাপে খেলতে তাঁর কোনো বাঁধা থাকছে না।”

     

    রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ডেনমার্কের সাথে গ্রুপ 'সি'তে খেলবে পেরু।