• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আধ ডজন গোলে শেষ আর্সেনাল-লিভারপুল লড়াই

    আধ ডজন গোলে শেষ আর্সেনাল-লিভারপুল লড়াই    

     

    প্রিমিয়ার লিগে দুই দলের শেষ পাঁচ দেখায় সব মিলিয়ে গোল হয়েছে ২৭ টি। আর্সেনাল-লিভারপুল ম্যাচ মানেই যেন গোল আর গোল! কালও সেটার ব্যতিক্রম হয়নি। ঘরের মাঠে জমজমাট এক ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পরেও লিভারপুলের সাথে ৩-৩ গোলে ড্র করেছে আর্সেনাল।

     

    গোলের প্রথম সুযোগ এসেছিল লিভারপুলের রবার্তো ফিরমিনহোর সামনে। ২২ মিনিটে ফিলিপ কুতিনহোর পাসে তাঁর হেড ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক পিটার চেক। দুই মিনিট পর আরেকটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় ফিরমিনহোর। ২৬ মিনিটে কুতিনহোর গোলে লিড নেয় লিভারপুল। তাঁর হেড এবার বাঁচাতে পারেননি চেক। প্রথমার্ধের প্রায় পুরোটাই রাজত্ব করেছে লিভারপুল ফরোয়ার্ডরা।

     

     

     

    দ্বিতীয়ার্ধের ৫২ থেকে ৫৮ মিনিট, এই ছয় মিনিটে হয়েছে চার চারটি গোল! ৫২ মিনিটের মাথায় লিভারপুলের ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ। ফিরমিনহোর পাসে বল পেয়ে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে দারুণ এক শটে বল জালে জড়ান। পরের মিনিটে আর্সেনালের হয়ে ম্যাচের প্রথম গোল করেন অ্যালেক্সিস সানচেজ। হেক্টর ব্যালেরিনের পাসে আলতোভাবে পা লাগিয়েছিলেন পোস্টের সামনে। তিন মিনিট পর ম্যাচে সমতা আনেন গ্রানিট জাকা। বক্সের খানিকটা বাইরে থেকে তাঁর নেওয়া জোরালো শট ঠেকানোর কোনো উপায়ই ছিল না লিভারপুল গোলরক্ষক সিমন মিগনোলেটের সামনে।

     

    ৫৮ মিনিটে স্টেডিয়ামের দর্শকদের আনন্দে ভাসিয়ে মেজুত ওজিলের গোলে এগিয়ে যায় আর্সেনাল। আলেকজান্ডার লাকাজেতের থ্রু বলে গোল করেন ওজিল। সেই লিড অবশ্য খুব বেশি সময় ধরে রাখতে পারেনি গানারসরা। ৭১ মিনিটে ফিরমিনহোর শট ঠেকিয়ে দিয়েছিলেন ‘উড়ন্ত’ চেক, তবে সেটি মাটিতে পড়ে ঢুকে গেছে পোস্টের ভেতরে। ম্যাচে আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।

     

    এই ড্রয়ের পর ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল, এক পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল।