• বাংলাদেশ-শ্রীলংকা
  • " />

     

    মাহমুদউল্লাহর চক্র, মাহমুদউল্লাহর 'পারফরম্যান্স'

    মাহমুদউল্লাহর চক্র, মাহমুদউল্লাহর 'পারফরম্যান্স'    

    জীবনের চক্র বড়ই অদ্ভুত। কখন কোথায় নিয়ে যায়, কে জানে! মাহমুদউল্লাহর ক্যারিয়ারের সাম্প্রতিক সময়টা যেমন। শ্রীলঙ্কা সিরিজে টেস্ট দল থেকে বাদ পড়লেন, পাঠিয়ে দেয়া হচ্ছিল দেশেই। সেই মাহমুদউল্লাহ ওয়ানডে সিরিজে খেললেন, পাকে-চক্রে সেই শ্রীলঙ্কার সঙ্গে যখন আরেকটি সিরিজ, তখন বাংলাদেশের টেস্ট দলের সহ-অধিনায়কের নাম মাহমুদউল্লাহ! যে কোচ তাকে শ্রীলঙ্কা থেকে পাঠিয়ে দিতে চেয়েছিলেন, সেই চন্ডিকা হাথুরুসিংহে এবার শ্রীলঙ্কার কোচ! 

    আপনি এতো সমীকরণ মেলাতে পারেন। মাহমুদউল্লাহ এ বিষয় নিয়ে চিন্তাভাবনা এতো গভীরে নিতে চান না, ‘আমি অত গভীরভাবে চিন্তা করছি না। বরং চিন্তা করছি কিভাবে ভাল পারফর্ম করতে পারবো। যদি আমি আমার শক্তি ও দূর্বলতা জানি এবং সেই বিষয়ে যদি কাজ করতে পারি, মন-মানসিকতা যদি ঠিক রাখতে পারি, সেক্ষেত্রে আমি আমার নিজেকে পারফর্ম করার সুযোগটা ভালোভাবেই দিতে পারবো। এটা আমার ইচ্ছা।’ 

     

     

    যে পারফর্ম করার কথা এতো করে বলছেন মাহমুদউল্লাহ, প্রশ্ন উঠেছিল সেই পারফরম্যান্স নিয়েই। ভারতের সঙ্গে টেস্টে ফিফটি পেয়েছিলেন ১০ ইনিংস পর, এরপর শ্রীলঙ্কার সঙ্গে গল টেস্টে দুই ইনিংসে ৮ ও ০ রান। এরপরই তো বাদ পড়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে ছিলেন, সে সফরের বিভীষিকা অবশ্য একটু কম করে এসেছিল তার ব্যাটে, করেছিলেন ৬৬, ৯, ৪, ৪৩ রান। আর তিনি যার কাছ থেকে সহ-অধিনায়কত্বের দায়িত্ব পাচ্ছেন, সেই তামিম এক টেস্টে করেছিলেন ৩৯ ও ০। বিসিবির এমন সিদ্ধান্তের পেছনে আদৌ কি আছে পারফরম্যান্সের প্রভাব? 

    মাহমুদউল্লাহ সেটাও ভাবছেন না, ‘আমি ওসব নিয়ে…সত্যি কথা চিন্তা করি না। তো এখন যা দায়িত্ব দিয়েছে চেষ্টা করবো সেটা পালনের। এর বাইরে অন্য কিছু নিয়ে চিন্তা করছি না। প্রথম কথা হল একজন খেলোয়াড় হিসেবে আমাকে পারফর্ম করতে হবে। সিনিয়র ক্রিকেটার ও সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব থাকবে। সেটা আমার আইডিয়া দিয়ে হোক, মাঠে আমার উপস্থিতি দিয়ে হোক, চেষ্টা করবো।’

    সহ-অধিনায়কত্ব অবশ্য তার জন্য নতুন নয়। এর আগে টেস্ট দলেই মুশফিকুরের ডেপুটি ছিলেন। ঘরোয়া ক্রিকেটেও নিয়মিতই নেতৃত্ব দেন। সেই অভিজ্ঞতা কাজে দেবে বলেই আশা তার, ‘অবশ্যই। নিয়মিত ঘরোয়াতে অধিনায়কত্ব করছি। এসব কিছুটা হলেও অভিজ্ঞতা দিয়েছে। ওই জিনিসগুলো কাজে লাগানোর চেষ্টা থাকবে। দলের আরও সিনিয়র ক্রিকেটার আছে, তাদের সঙ্গে জুনিয়ররাও দায়িত্বশীল। আমার কাজটা এতে সহজ হবে। ভালো একটা ইউনিট, আমরা খুব ভালো কাজ করছি ওটা ধরে রাখতে। এটাই গুরুত্বপূর্ণ।’ 

    শ্রীলঙ্কার সঙ্গে ভাল একটা সিরিজই আশা করছেন তিনি, ‘শ্রীলঙ্কা অবশ্যই খুব ভালো দল। যদিও ওরা ভারতের কাছে হেরেছে। তারপরও আমি মনে করি এই সিরিজটার প্রতি তাদের আলাদা নজর থাকবে। আমরাও খুব একটা ছন্দে আছে। আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে আশা করি। এবং দেশের মাটিতে খেলা বলে আমরা অনেক আত্মবিশ্বাসী। কন্ডিশন কাজে লাগিয়ে যেন সেরাটা বের করতে পারি বা পেতে পারি, সেটাই প্রত্যাশা।’