কৃত্রিম পা দিয়েই গোল করলেন শ্যাপোকোয়েন্সের ফোলম্যান
সেই বিমান দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন। শ্যাপোকোয়েন্স গোলরক্ষক জ্যাকসন ফোলম্যান প্রাণে রক্ষা পেলেও হারিয়েছেন ডান পায়ের বেশিরভাগ অংশ। অস্ত্রোপচারের পর কৃত্রিম পা লাগিয়েছিলেন। এবার সেই পা দিয়েই গোল করলেম ফোলম্যান।
বড়দিন উপলক্ষে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল করিন্থিয়াস ও শ্যাপোকোয়েন্স ক্লাব। সাদা ও সবুজ দলে ভাগ হয়ে খেলছিল দুই দলের ফুটবলাররা। সাদা দলের কোচ ছিলেন করিন্থিয়াস কোচ ফ্যাবিও চার্লি ও সবুজ দলের দায়িত্বে ছিলেন তিতে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নাম ফোলম্যান। গোলকিপার নয়, ফরোয়ার্ড হিসেবেই খেলেছেন। ৬২ মিনিটে বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া আরেক শ্যাপোকোয়েন্স ফুটবলার অ্যালান রুশেলের পাসে গোল করেন ফোলম্যান। গোল করে তিনি যতটা আনন্দ পেয়েছেন, প্রতিপক্ষ, দর্শক সেটার কয়েক গুণ বেশি পেয়েছে। তাঁকে ঘিরে গোল উদযাপন করেছে দুই দলের সবাই!