• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    একই দিনে শিয়েরার, মেসিকে ছাড়িয়ে গেলেন কেন

    একই দিনে শিয়েরার, মেসিকে ছাড়িয়ে গেলেন কেন    

    বার্নলির বিপক্ষে গত সপ্তাহে হ্যাটট্রিক করেই ছুঁয়েছিলেন রেকর্ডটি। আজ ওয়েম্বলি স্টেডিয়ামে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে গোল করে ইংলিশ কিংবদন্তী অ্যালেন শিয়েরারের ২২ বছর পুরনো রেকর্ডটি নিজের করে নিলেন হ্যারি কেন। শেষ পর্যন্ত হ্যাটট্রিক করে ২০১৭ সালে প্রিমিয়ার লিগে নিজের গোলসংখ্যা ৩৯-এ নিয়ে গেছেন টটেনহামের এই স্ট্রাইকার। ১৯৯৫ সালে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে প্রিমিয়ার লিগে ৩৬ গোল করেছিলেন শিয়েরার। এটিই ছিল ইপিএল-এ এক বছরে কোনো ফুটবলারের সর্বোচ্চ গোলের রেকর্ড।

     

     

    শিয়েরারের পাশাপাশি লিওনেল মেসিকেও টপকে গেছেন কেন। আজকের হ্যাটট্রিকে ২০১৭-তে সব ধরনের ফুটবল মিলিয়ে তার গোল এখন ৫৬টি। মেসির গোল ৫৪টি। তারপরই আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, রবার্ট লেভানডফস্কি ও এডিনসন কাভানি। এই তিন ফরওয়ার্ডের প্রত্যেকেরই ২০১৭ সালে আছে ৫৩টি করে গোল।