• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বার্নলির সাথে পয়েন্ট হারালো ইউনাইটেড

    বার্নলির সাথে পয়েন্ট হারালো ইউনাইটেড    

    নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ৫ মিনিট অতিরিক্ত সময়ের খেলা চলছে তখন। ৯২ মিনিটে ফ্রিকিক পায় ম্যানচেস্টার ইউনাইটেড। হুয়ান মাতার ফ্রিকিক ডিবক্স থেকে ক্লিয়ার করতে পারেনি বার্নলি। অ্যাশলি ইয়ং-এর পাস থেকে বাঁ-পায়ের দারুণ হাফ ভলিতে ম্যাচে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন জেসি লিনগার্ড। অতিরিক্ত সময়ের ওই গোলে বার্নলির সাথে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডেই ২-২ এ ড্র করেছে ইউনাইটেড। গত সপ্তাহের পর আজ আবারও ড্র করে আরেক শিরোপাপ্রত্যাশী নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির থেকে আরও পিছিয়ে পড়ল 'রেড ডেভিল'রা। আর একই সময়ে শুরু হওয়া খেলায় ব্রাইটনকে হারিয়ে ইউনাইটেডের সাথে পয়েন্ট ব্যবধান ১ এ নিয়ে এসেছে চেলসি।

     

    লিনগার্ডের অতিরিক্ত সময়ের সমতাসূচক গোলের আগে ম্যাচের একটা সময় ২ গোলে পিছিয়ে ছিল হোসে মরিনহোর দল। ম্যাচের মাত্র ৩ মিনিটেই এগিয়ে যায় বার্নলি। ডানপ্রান্ত থেকে ইয়োহান-বার্গ গুডমুন্ডসনের ফ্রিকিক ক্লিয়ার করতে ব্যর্থ হয় ইউনাইটেড। গোলের প্রায় ছয় গজ দূরে বল পেয়ে ডেভিড ডি গিয়াকে পরাস্ত করেন অ্যাশলি বার্নস। লিড নেওয়ার মিনিট দশেকের মধ্যেই ব্যবধানটা বাড়য়ে নিতে পারত বার্নলি। আবারও সেই গুডমুন্ডসনের ক্রসে স্কট আর্ফিল্ডের হেড ক্রসবারে প্রতিহত হলে সে যাত্রায় বেঁচে যায় ইউনাইটেড।


    প্রথমার্ধের ৩৬ মিনিটে অবশ্য লিডটা ঠিকই দ্বিগুণ করে তারা। প্রায় ২৫ গজ দূর থেকে স্টিভেন দেফোরের দুর্দান্ত ফ্রিকিকে পরাস্ত হন ডি গিয়া। প্রথমার্ধে লিড নেওয়ার পাশাপাশি ইউনাইটেডের আক্রমণভাগকেও দারুণভাবে দমিয়ে রেখেছিল বার্নলির রক্ষণভাগ। ইব্রাহিমোভিচ, লুকাকুদের দুটি প্রচেষ্টা দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক নিক পোপ। ২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে 'ক্ল্যারেট'রা।

     

     

    দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের আশায় লিনগার্ডের সাথে হেনরিখ মিখিতারিয়ানকেও নামিয়ে দেন মরিনহো। ফলাফলটাও আসে হাতেনাতে। ৫৩ মিনিটে অ্যাশলি ইয়ং-এর ক্রসে ডানপায়ের দারুণ ফ্লিকে ইউনাইটেডকে ম্যাচে ফেরান লিনগার্ড। বাকিটা সময় হাজার চেষ্টা করেও সমতাসূচক গোলের দেখা পাচ্ছিল না ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে বার্নলির ডিফেন্ডাররা মাতার ফ্রিকিক ডিবক্সে ক্লিয়ার করতে ব্যর্থ হলে বাঁ-পায়ের হাফভলিতে দলকে সমতায় ফেরান লিনগার্ড। শেষমেশ আরও এক ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল 'রেড ডেভিল'দের। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরেই থাকল ইউনাইটেড।

     

     

    ইউনাইটেড নিজেদের মাঠে জিততে না পারলেও স্ট্যামফোর্ড ব্রিজে ব্রাইটনকে ঠিকই হারিয়েছে চেলসি। আলভারো মোরাতা এবং মার্কোস আলোন্সোর গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে 'ব্লুজ'রা। আজকের জয়ে ২০ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনেই থাকল চেলসি। কিন্তু ইউনাইটেডের সাথে আন্তোনিও কন্তের দলের পয়েন্ট ব্যবধান এখন মাত্র এক।