• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    তিন হাজার কোটি টাকাও যথেষ্ট নয় মরিনহোর কাছে!

    তিন হাজার কোটি টাকাও যথেষ্ট নয় মরিনহোর কাছে!    

     

    তাঁর দায়িত্ব দেওয়ার পর নতুন ফুটবলার কিনতে ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করেছে ৩০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি টাকার প্রায় ৩ হাজার কোটি টাকা) কাছাকাছি। তবে এই বিশাল অঙ্কের টাকাও হোসে মরিনহোর কাছে তুলনামূলক কমই মনে হচ্ছে! মরিনহো বলছেন, অন্য ক্লাবের সাথে লড়াই করার জন্য ৩০০ মিলিয়ন খরচ করা যথেষ্ট নয়।

     

     

     

    শেষ পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট খুইয়েছে মরিনহোর দল। গতকাল বার্নলির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইউনাইটেড। আজ ম্যানচেস্টার সিটি জিতে গেলে তাঁদের সাথে পয়েন্টের ব্যবধান দাঁড়াবে ১৫। মরিনহো মনে করেন, এভাবে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয় সিটির সাথে, “বড় ক্লাব আর বড় দল দুটা ভিন্ন ব্যাপার। দুই বছর ধরে আমরা একটা ভালো দল গড়ার চেষ্টা করছি। সিটি তো স্ট্রাইকারের দামে ডিফেন্ডার কেনে! এটার সাথে পাল্লা দিতে গেলে আপনাকেও ওভাবেই খরচ করতে হবে। আমরা যা খরচ করেছি সেটা মোটেও যথেষ্ট নয়।”

     

    শিরোপা দৌড় থেকে ছিটকে গেলে সেটা ক্লাবের জন্য সুখকর হবে না বলেও জানালেন মরিনহো, “ টটেনহামের লিগ জেতার ‘দায়িত্ব’ নেই, কারণ তাঁদের ইতিহাস আমাদের মতো না। আর্সেনাল, চেলসির ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যখন আপনি বড় ক্লাবের কথা বলবেন, তখন তাঁদের ইতিহাসকেই সামনে আনতে হবে।”