• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মেসি-রোনালদোর সাথে তুলনায় 'গর্বিত' কেন

    মেসি-রোনালদোর সাথে তুলনায় 'গর্বিত' কেন    

    সাউদাম্পটনের বিপক্ষে হ্যাটট্রিক করে গড়েছেন নতুন রেকর্ড। এক বছরে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোলের ইংলিশ কিংবদন্তী অ্যালেন শিয়েরারের ২২ বছর পুরনো রেকর্ডটি ভেঙ্গেছেন টটেনহামের হ্যারি কেন। একই সাথে এই বছরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেছনে ফেলেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকেও। কেন বলছেন, মেসি-রোনালদোর সাথে তুলনায় ‘গর্বিত’ তিনি।

     

     

     

    সব টুর্নামেন্ট মিলিয়ে ২০১৭ সালে ৫৪ ম্যাচে ৫৬ গোল করেছেন কেন। মেসির গোলসংখ্যা ৫৪, রোনালদোর ৫৩। শিয়েরার, মেসি, রোনালদোদের ছাড়িয়ে যাওয়ার আনন্দটা ভালোভাবেই ছুঁয়েছে তাঁকে, “অবশ্যই আমি গর্বিত! বছরটা দারুণ কেটেছে। মেসি, শিয়েরার, রোনালদোর মতো ফুটবলারদের সাথে আমার তুলনা হচ্ছে। তাঁরা সময়ের সেরা, তাঁদের সাথে নিজের তুলনা দেখে গর্ববোধ হচ্ছে।”

     

    নতুন বছরেও বেশি বেশি গোল করতে চান কেন, “মৌসুমের অনেকটাই বাকি। এই বছরের মতো ২০১৮ সালেও গোল করে দলের জয় এনে দিতে চাই। আত্মবিশ্বাসটা ধরে রাখাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।”