• বাংলাদেশ-শ্রীলংকা
  • " />

     

    বাদ পড়ার কারণ খুঁজে পাচ্ছেন না মালিঙ্গা

    বাদ পড়ার কারণ খুঁজে পাচ্ছেন না মালিঙ্গা    

     

    সেই সেপ্টেম্বরে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। ভারত সফরে দলে জায়গা হয়নি। শ্রীলংকান পেসার লাসিথ মালিঙ্গা নেই আসন্ন বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ২৩ জনের প্রামথিক দলেও। মালিঙ্গা বলছেন, তাঁকে বাদ দেওয়ার কোনো কারণই খুঁজে পাচ্ছেন না। 

     

     

     

    গত পরশু থেকে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে এসেছিলেন, তবে সেটা শুধুই ‘নেট বোলার’ হিসেবে। তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না, “যখন জাতীয় দলের ক্যাম্প হয়, নেট বোলারদের দরকার। এজন্যই আমি এসেছিলাম অনুশীলনে। ঠিক কী কারণে আমাকে প্রাথমিক দলে নেওয়া হয়নি সেটা জানি না। যদি সফরে যাওয়ার শেষ মুহূর্তেও নেওয়া হয় তাও আমি প্রস্তুত আছি। ২৫-২৬ বছর বয়সী ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার ব্যাপারটা মানা যায়। আমার বয়সী ক্রিকেটাররা খেলবেই আর ২-৩ বছর। এখন যদি বিশ্রামের জন্য খেলতে না পারি তাহলে লাভটা কই?”

     

    ২০১৭ সালে ৬ টি-টোয়েন্টিতে নিয়েছেন ১২ উইকেট। ১৩ ওয়ানডেতে তাঁর উইকেট সংখ্যা ১০। বাংলাদেশ সফরে দলে ডাক না পাওয়ায় নির্বাচকদের ওপরে চটেছেন মালিঙ্গা, “ইনজুরি থেকে ফিরে আমি ১০ উইকেট নিয়েছি। ১৪ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম এত কম উইকেট পেলাম। এই ১৩ ম্যাচে ১২টার মতো ক্যাচ মিস হয়েছে আমার বলে, আর দোষটা আমার ঘাড়ে আসছে! কেউ আমার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললে তাঁর সাথে অবশ্যই দ্বিমত করব। এতগুলো বছরে বহু নির্বাচক দেখেছি। এখন কী ধরণের নির্বাচক আছে সেটা তাঁদের দল নির্বাচনেই বোঝা যায়।”

     

    জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া লিগে খেলা চালিয়ে যাবেন মালিঙ্গা। আগামী বছরের শুরুতেই বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা। এই সফর দিয়েই শুরু হবে লংকান ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহে পর্ব।