• বাংলাদেশ-শ্রীলংকা
  • " />

     

    সাকিবের বিশ্রামের জন্য দায়িত্ব ছাড়েননি হাথুরু

    সাকিবের বিশ্রামের জন্য দায়িত্ব ছাড়েননি হাথুরু    

    বেশ কয়েকদিন ধরে চলা নাটকের পর বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছিলেন। চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পেছনে যে কয়েকটি কারণ ধারণা করা হয়েছে, তাঁর মাঝে সাকিবের বিশ্রাম নেওয়ার ব্যাপারটি অন্যতম। বিসিবি সভাপতি নাজমুল হাসান ইঙ্গিত দিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সাকিবের বিশ্রাম নেওয়ার রেশ ধরেই ওই সিদ্ধান্ত নিয়েছেন হাথুরু। শ্রীলংকা দলের দায়িত্ব নেওয়ার পর হাথুরু বলছেন, তাঁর পদত্যাগের পেছনে সাকিবের বিশ্রামের কোনো প্রভাবই ছিল না।

     

     

     

    ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরু বলছেন, নাজমুল হাসান খুবই ‘চালাক’ মানুষ, “সাকিবের বিশ্রাম নেওয়ার জন্য আমি দায়িত্ব ছেড়েছি, ব্যাপারটা মোটেও সত্যি নয়। নাজমুল হাসান খুবই চালাক চতুর মানুষ। অন্য কারণে হয়ত তিনি এটা বলেছেন। হয়ত সাকিবকে শোনানোর জন্যই বলেছেন। এখন তো দেখছি সাকিব অধিনায়কও হয়েছে। এইসব ব্যাপার সামলাতে নাজমুল হাসান খুবই পটু।”

     

    কোচ হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালনের সময়ে এসেছে বেশ কয়েকটি সাফল্য। ঘরের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকেও টেস্টে হারিয়েছে মুশফিকরা। তাহলে দায়িত্ব ছাড়লেন কেনও? হাথুরু বলছেন, শ্রীলংকার কোচ হওয়ার প্রস্তাবটা ফেলতে পারেননি পরিবারের কথা ভেবেই, “আমার মনে হয় আমার পক্ষে যতটুক সম্ভব ছিল আমি বাংলাদেশকে সেই উচ্চতায় নিয়ে গিয়েছি। এর মাঝে চারবার আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে শ্রীলংকার কোচ হওয়ার জন্য। এক পর্যায়ে আমি বুঝতে পারলাম যে, পরিবার থেকে বেশিদিন দূরে থাকা আর সম্ভব না। প্রায় ৩ বছর পরিবার থেকে দূরে আছি আমি। এই কারণেই আমি এবার সিদ্ধান্তটা নিয়েছি শ্রীলংকায় আসার।”