• সিরি আ
  • " />

     

    জোড়া গোলেই ফিরলেন দিবালা

    জোড়া গোলেই ফিরলেন দিবালা    

     

    শেষ চার ম্যাচে প্রথম একাদশে ছিলেন না। প্রায় দুই মাসে ধরেই চলছিল গোলখরা। মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা পাউলো দিবালা যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। অবশেষে প্রিয় প্রতিপক্ষকে সামনে পেয়ে জ্বলে উঠলেন। জোড়া গোল করেই জানান দিলেন, খারাপ সময় ফুরিয়ে এসেছে! তাঁর ফেরার দিনে হেলাস ভেরোনাকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস।

     

     

     

     

    প্রায় একমাস পর প্রথম একাদশে নেমেছিলেন দিবালা। তাঁর ফেরার দিনে ৬ মিনিটেই এগিয়ে যায় জুভরা। গঞ্জালো হিগুয়াইনের শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি শটে বল জালে জড়ান মাতুইদি। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ এসেছিল দলের ফরোয়ার্ডদের সামনে, তবে কাজে লাগাতে পারেননি জুভেন্টাসের কেউই।

     

    দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ভেরোনা, ফলটাও এসেছে দ্রুতই। ৫৯ মিনিটে ম্যাচে সমতা আনে তাঁরা। ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে গোল করেন মার্টিন ক্যাসেরেস। নয় ম্যাচে এই প্রথম গোল হজম করল জুভেন্টাস।

     

    ৭২ মিনিটে দলকে আবারও এগিয়ে দেন দিবালা। স্টেফেনের পাসে বল জালে জড়াতে কোনো ভুল করেননি এই আর্জেন্টাইন। ৫ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন দিবালা। জর্জিও চিয়েল্লিনির পাসে ডি বক্সের ভেতর বল পেয়েছিলেন, গোলরক্ষককে বোকা বানিয়ে উদযাপনটাও করেছেন প্রাণ খুলেই। ভেরোনার বিপক্ষে শেষ চার দেখায় সবকয়টি ম্যাচেই গোল করেছেন।

     

    এই জয়ে ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো জুভেন্টাস। শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট সমান ম্যাচে ৪৮।