• বাংলাদেশ-শ্রীলংকা
  • " />

     

    বাংলাদেশ নয়, আফগানিস্তানের কোচ হলেন সিমন্স

    বাংলাদেশ নয়, আফগানিস্তানের কোচ হলেন সিমন্স    

    আফগানিস্তানের নতুন কোচ হয়েছেন ফিল সিমন্স। কদিন আগে বাংলাদেশের প্রধান কোচের পদে সাক্ষাতকার দিতে এসেছিলেন তিনি। চন্ডিকা হাথুরুসিংহের উত্তরসূরির সম্ভাব্য তালিকা থেকে তাই বাদই দিতে হবে তাকে এখন। 

    লালচাঁদ রাজপুতের সঙ্গে চুক্তি বাতিল করার পর থেকেই আফগানদের কোচের পদটি শূন্য ছিল। ইএসপিএনক্রিকইনফো বলছে, ৮ জানুয়ারি থেকে কাজ শুরু করবেন সিমন্স, দুবাইয়ে আফগানিস্তান স্কোয়াডের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। শারজায় জিম্বাবুয়ের সঙ্গে ফেব্রুয়ারিতে সিরিজ আছে আফগানিস্তানের। সিমন্সের চুক্তি ২০১৯ সাল পর্যন্ত। 

     

     

    এর আগে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের ও ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ছিলেন সাবেক ক্যারিবীয় অলরাউন্ডার। বিশ্বকাপ বাছাইপর্বে এ তিন দলের সঙ্গেও খেলতে হবে আফগানদের। সিমন্সকে নিয়োগের ক্ষেত্রে আরও প্রাধান্য পেয়েছে আফগানিস্তানের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা। এর আগে স্বল্প মেয়াদে তাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। 

    ‘আমরা সিমন্সের দিকে গিয়েছি, কারণ সে দলটাকে বুঝতে পারে’, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শফিক স্ট্যানিকজাই সিমন্সকে ‘দারুণ সম্ভাবনাময়’ও বলেছেন। আপাতত সিমন্সের ব্যস্ততা আফগানিস্তানের সীমিত ওভারের ক্রিকেটসূচি নিয়েই। তবে এ বছরই ভারতের সঙ্গে নিজেদের প্রথম টেস্ট খেলার কথা আফগানিস্তানের। সিমন্সের সাবেক দল আয়ারল্যান্ডের সঙ্গে আফগানিস্তানও এ বছর পেয়েছে টেস্ট স্ট্যাটাস।