ফুটবলারদের 'নিরাপত্তা' চান গার্দিওলা
প্রথমার্ধে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল হেসুস। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ইনজুরিতে পড়েছেন কেভিন ডি ব্রুইনও। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র করা ম্যাচে ম্যানচেস্টার সিটির দুশ্চিন্তার কারণ ছিল এই দুই ইনজুরি। ম্যাচ শেষে সিটি কোচ পেপ গার্দিওলা বলছেন, দলের ফুটবলারদের জন্য আর বেশি ‘নিরাপত্তা’ চান তিনি।
ডি ব্রুইনকে বাজেভাবে ফাউল করেছিলেন প্যালেসের জেসন পুনচেয়ন। এরকম ফাউলের পরেও শুধু হলুদ কার্ড দেখতে হয়েছে তাঁকে। আগের ম্যাচে টটেনহামের বিপক্ষেও এরকম ফাউলের শিকার হয়েছিলেন ডি ব্রুইন।
গার্দিওলা মনে করেন, রেফারির উচিত এইসব ফাউলের ব্যাপারে আরও শক্ত পদক্ষেপ নেওয়া, “ইংলিশ লিগের এরকম খেলার ধরনটা আমি বুঝি। তবে রেফারিরও উচিত মাঠের ফুটবলারদের নিরাপত্তার ব্যাপারে ভাবা। ফাউলের একটা সীমা তো আছে! আগের ম্যাচে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল ডি ব্রুইন। আজ সেটা হয়নি। এখানে পরিস্থিতি ভয়াবহ, দয়া করে ফুটবলারদের নিরাপত্তা দিন।”
সীমা ছাড়িয়ে গেলে সেই ফাউল সবার জন্যই বিপদ ডেকে আনবে বলে সতর্ক করছেন গার্দিওলা, “ফাউল যখন সীমা ছাড়িয়ে যায়, তখন সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি জানি কেউ কাউকে ইচ্ছে করে আঘাত করতে চান না। তবে এরকম হয়ে গেলে তো অনেক দিনের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়। এটা কারও প্রাপ্য না।”
প্রথমার্ধে পাওয়া ইনজুরির কারণে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন হেসুস। ডি ব্রুইন অবশ্য দ্রুতই ফিরবেন সুস্থ হয়ে।