• ত্রিদেশীয় সিরিজ
  • " />

     

    এমসিসির সভা নিয়েই রোমাঞ্চিত সাকিব

    এমসিসির সভা নিয়েই রোমাঞ্চিত সাকিব    

    এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন প্যানেলের প্রথম সভা সিডনিতে, ১০ জানুয়ারি। সে সভায় অংশ নিতে যাবেন এ কমিটিতে আগেই অন্তর্ভুক্ত হওয়া সাকিব আল হাসান। ব্যাপারটা নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি। সম্মাননার সঙ্গে এটাকে দেখছেন দায়িত্ব হিসেবেও। 

    ‘রোমাঞ্চিত অবশ্যই। আমার কাছে মনে হয় এটা অনেক বড় সম্মাননা। পাশাপাশি দায়িত্বও। এর আগে যখন এই মিটিং হয়েছে তখন বাংলাদেশের কেউ ছিল না। আমরা কী সুবিধা পাই কিংবা কী অসুবিধা মোকাবেলা করি এসব নিয়ে ওদের ধারণা কম থাকতো। যেগুলো আমি হয়তো শেয়ার করতে পারবো।’

    তবে সভার আলোচ্যসূচি ঠিক করা আছে আগে থেকেই। সাকিব সেসব নিয়েই প্রস্তুতি নেবেন যাওয়ার আগে, ‘এখনও নেইনি, তবে প্রস্তুতি থাকবে। কারণ আলোচ্যসূচির বিষয়গুলো নিয়েই স্বাভাবিকভাবে আলোচনা হবে। ওইগুলো আমি জানি, এ নিয়ে আলোচনাও হয়েছে। এখন যেটা হবে এগুলো নিয়ে একটু পড়াশুনার বিষয় আছে। একটু বোঝার ব্যাপার আছে। এগুলো নিয়ে যেহেতু আলোচনা হবে তাই অপ্রস্তুত অবস্থায় তো যাওয়া ঠিক হবে না।’

     

     

    ‘টেস্ট ক্রিকেট নিয়েই অনেক কিছু আছে। এগুলোই ওইখানে আলোচনা করবে এবং চিন্তা করবে কোনটা করলে আসলে ভালো হয় না হয়। এখানে প্রস্তাব করার কিছু নেই আসলে। এখানে যেসব ঠিক করা আছে ওইগুলোই আলোচনা করা হবে আসলে। যার মধ্যে টেস্ট ক্রিকেটও থাকবে।’

    এমসিসির সভায় যাওয়ার আগেই আরেকটা খবর পেয়েছেন সাকিব। তার দীর্ঘদিনের আইপিএল দল কলকাতা নতুন নিলামের আগে ছেড়ে দিয়েছে তাকে। তবে সেটা খুব একটা ভাবাচ্ছে না টেস্ট ও টি-টোয়েন্টিতে আইসিসির এক নাম্বার অলরাউন্ডারকে, ‘এখানে কেমন লাগার কোন বিষয় নেই। নিলামে নাম থাকবে যদি কেউ নেয়, তাহলে আলহামদুলিল্লাহ্‌। আর না করলে কোন ব্যাপার না।’

    আর ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজে সাকিব নিজেদের ভূমিকা নিয়ে বলছেন, সবাই নিজ নিজ দায়িত্ব নিয়ে অবগত, ‘আমাদের সবারই আলাদা আলাদা ভূমিকা আছে। আর সবাই সবার ভূমিকা সম্পর্কে খুবই ভালোভাবে অবগত। সেগুলোই সবাই যদি ঠিকভাবে করতে পারি তাহলে অবশ্যই আমরা সাফল্য পাবো। যেহেতু আমরা (সিনিয়ররা) অধিনায়ক সহ-অধিনায়ক তাই স্বাভাবিকভাবেই আমাদের উপর একটি বেশি দায়িত্ব থাকেই। এবং ওইগুলোও আমরা করতে প্রস্তুত।’