ওয়ানডে দলেও ফিরলেন টেলর-জার্ভিস
সাদা পোশাকে ফিরেছিলেন দক্ষিণ আফ্রিকা বিপক্ষে চারদিনের টেস্টে। ‘কলপ্যাক চুক্তি’ থেকে জিম্বাবুয়ে জাতীয় দলে ফেরা ব্রেন্ডন টেলর ও কাইল জার্ভিসকে দেখা যাবে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও। বাংলাদেশ ও শ্রীলংকার সাথে সিরিজের আগে ঘোষিত ১৫ জনের ওয়ানডের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন দুজন।
ওয়ানডে দলেও ফিরলেন টেলর-জার্ভিস
টেলরকে শেষবার রঙ্গিন পোশাকে দেখা গেছে ২০১৫ সালে ভারতের বিপক্ষে। জার্ভিস শেষবার ওয়ানডে খেলেছিলেন ২০১৩ সালে ভারতের সাথে। এরপর টেলর চুক্তি করেছিলেন নটিংহ্যামশায়ারের সাথে, জার্ভিসের সাথে চুক্তি করে ল্যাঙ্কাশায়ার। চুক্তি শেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়েই জাতীয় দলে ফিরেছিলেন দুজন।
জিম্বাবুয়ে দলে নতুন মুখ ২০ বছর বয়সী অলরাউন্ডার ব্র্যান্ডন মাভুতা ও ১৯ বছর বয়সী উইকেটকিপার রায়ান মারি। অধিনায়ক হিসেবে আছেন গ্রায়েম ক্রেমারই।
আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।