• ত্রিদেশীয় সিরিজ
  • " />

     

    সাকিবের ওভারেই ছিটকে গেছে জিম্বাবুয়ে

    সাকিবের ওভারেই ছিটকে গেছে জিম্বাবুয়ে    

    টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম ওভারে এসেই সাকিবের ২ উইকেট মাশরাফির মুখে হাসি ফোটালো, নিশ্চয়ই তখন বিষাদে ভরে গিয়েছিল আরেক অধিনায়ক গ্রায়েম ক্রেমারের মুখটা! শেষ পর্যন্ত শুরুর ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি জিম্বাবুয়ে, ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বড় ব্যবধানে। ক্রেমার ম্যাচশেষেও আলাদা করে বললেন, সাকিবের ওই প্রথম ওভারের কথাই। 

    প্রথম ওভারের সেই ২ উইকেটের পর সব মিলিয়ে ৩ উইকেট নিয়েছেন ম্যাচসেরা সাকিব। মুস্তাফিজ, রুবেলরাও জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের একচুলও ছাড় দেননি। ক্রেমার তাই কৃতিত্বটা বাংলাদেশের বোলারদেরই দিচ্ছেন, 'সলোমন (মিরে) ও (ক্রেইগ) এরভিনকে দ্রুত হারিয়ে আমরা বিপদেই পড়েছিলাম। ওই ওভারেই ম্যাচের পাল্লা বাংলাদেশের দিকে ঝুঁকে গেছে, সেটা আর পুরো ম্যাচে বদলায়নি। কৃতিত্বটা বাংলাদেশের বোলারদের, তারা দুর্দান্ত বল করেছে।'

    শিশিরের কারণে টস নিয়ে আলোচনা হচ্ছিল ম্যাচের আগে থেকেই। টসে হারাটা অবশ্য খুব বড় করে দেখছেন না ক্রেমার, 'আমার মনে হয় না, টস খুব একটা গুরুত্বপূর্ণ ছিল। পিচ একই রকমই ছিল পুরো ম্যাচে।  ২৪০-২৫০ এখানে "পার" স্কোর। তবে দ্রুত উইকেট হারানোয় সেটা হয়নি। এরকম স্কোর করলে লড়াই হতো। আমরা আজ ব্যাটিংয়ে একদমই ভালো করতে পারিনি।'

    মুস্তাফিজের বোলিং সামলাতে হিমশিম খেতে হয়েছে তাদের। ক্রেমার জানালেন, তার বল বুঝতেই পারছিলেন না সিকান্দার রাজারা, 'সে দুর্দান্ত বোলিং করেছে। স্লোয়ার বলগুলো তো বোঝাই মুশকিল হচ্ছিল! ব্যাটে আসছিলই না বল। সে বিশ্বমানের বোলার। চোট থেকে ফিরলেও দারুণ বোলিং করেছে।'