নতুন বলে বোলিং না করার 'আক্ষেপ' রুবেলের
কাজটা বেশিরভাগ সময়ই করে বাংলাদেশ। নতুন বলে পেসারের সাথে অন্য প্রান্ত থেকে আসেন একজন স্পিনার। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষেও বোলিংয়ের শুরুটা করেছিলেন সাকিব আল হাসান। অন্য প্রান্ত থেকে আরেকজন স্পইনার- সানজামুল ইসলাম। রুবেল হোসেন বোলিংয়ে এসেছিলেন ২১তম ওভারে, তৃতীয় পেসার হিসেবে। দলের জন্য কার্যকরী, তবে নতুন বলে বোলিং করতে না পারার আক্ষেপটা আছে রুবেলের।
কোন সময় বোলিংয়ে আসবেন, এই সিদ্ধান্তটা অধিনায়কের ওপরেই ছেড়ে দিচ্ছেন রুবেল, 'আক্ষেপ অবশ্যই একটু থাকে। সাধারণত মাশরাফি ভাই নতুন বলে বল করেন। তবে স্পিন সহায়ক হলে স্পিনার আসে। অবশ্যই চাই নতুন বলে বল করতে, ওভাবেই অনুশীলন করি। এটাই আরকি। "অন চেঞ্জে" আসলে, ভেতর থেকে কাজ করে, একটা ব্রেকথ্রু দিতে হবে। আক্ষেপ একটু থাকেই। নতুন বলে করতে অবশ্যই ইচ্ছা করে। কাজ করছি অনেক, একটা ব্যাটসম্যান যদি শুরুতে আক্রমণ করে, আমাকেই আসতে হবে (নতুন বলেই)। অনেক ম্যাচেই এভাবে এসেছি, আল্লাহর রহমতে ভালও করছি। অধিনায়ক আমাকে যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারবে।'
মিরপুরের পিচ নিয়ে বিপিএলের সময় অনেক কথা হয়েছে। এই সিরিজে পিচ নিয়ে সন্তুষ্ট রুবেল, 'আসলে উইকেট খুবই সুন্দর। ব্যাটিং করলে ভাল রান করা যাবে। স্পিনে সহায়তা আছে। মুস্তাফিজও ভাল বোলিং করছে। ভাল করলে অনেক রান করা যাবে। শেষ ম্যাচে রিভার্স সুইংয়ের ভাল সুযোগ ছিল, উইকেটটা কালো মাটির উইকেট। বল একদিকে যতো হিট করবে, ততো "ড্যামেজ" হবে (শাইন কমবে)। এজন্য উইকেটে একটু জোরের ওপর করলে, বল পুরোনো হলে, কাজে আসবে, এজন্য একটু জোরের ওপর করতে হয়।'
আজ জিম্বাবুয়ে-শ্রীলংকা ম্যাচের মধ্য দিয়ে ১০০তম ওয়ানডে আয়োজন করেছে মিরপুর স্টেডিয়াম। এরকম ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশের খেলা পড়লেই ভালো হতো বলে মানছেন রুবেল, 'অবশ্যই এই ম্যাচে বাংলাদেশ খেলতে পারলে ভালো হতো।'
গতদিন দারুণ বোলিং করে নিয়েছেন ২ উইকেট, পূর্ণ করেছেন ওয়ানডেতে নিজের ১০০ উইকেটও। বোলিং পরামর্শক চম্পকা রমানায়েকের থেকে বোলিংয়ের ঘাটতিগুলো পূরণ করে নিচ্ছেন রুবেল, 'অনেক ঘাটতি আছে। অনেক বলই ঠিকঠাক করতে পারছি না। ইয়র্কার ভাল হচ্ছে, তবে আমি চাই আরও ভাল হোক। এরপর নতুন বল নিয়ে কাজ করছি। রান-আপ, ফলোথ্রু অ্যাকশন, সবই দেখছে, সাহায্য করছে। সাহায্য কী, আসলে ও জিনিসটা অনুসরণ করে। একটু সাইড-আর্ম অ্যাকশনে করছি কিনা, বল বের হয়ে যাচ্ছে কিনা। এগুলো ওয়ালশও দেখে। শুধু আমার না, মাশরাফি ভাই, মুস্তাফিজ, রাজু- সবাইকেই দেখে। তার কাছ থেকে সবাই শিখতে চাচ্ছে, সে অনেক অভিজ্ঞ।'