বাংলাদেশের বিপক্ষে থাকছেন না ম্যাথিউস
চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর ফিরে পেয়েছিলেন অধিনায়কত্ব। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে অবশ্য হার দিয়েই শুরু হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের নতুন যাত্রা। সেই হারের রেশ কাটতে না কাটতেই আরেকটি দুঃসংবাদ শুনতে হলো তাঁকে। আগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের পুরনো চোট জেগে ওঠায় বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচে থাকছেন না শ্রীলংকার অধিনায়ক, অনিশ্চিত হয়ে পড়েছে সিরিজের বাকি ম্যাচে খেলাও।
হ্যামস্ট্রিং ইনজুরিটা গত বছরের শেষভাগ থেকেই ভোগাচ্ছে ম্যাথিউসকে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি এজন্যই। সুস্থ হয়ে ত্রিদেশীয় সিরিজে অধিনায়ক হিসেবেই দলে ফিরেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে খেলার সময় চোট পান। শ্রীলংকার পক্ষ থেকে জানানো হয়েছে, চোটটা ভালোই গুরুতর, “স্ক্যান করার পর সেটা ইংল্যান্ডের ডাক্তারের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সে থাকছে না এটা নিশ্চিত। রিপোর্টের ওপর নির্ভর করবে সে বাকি ম্যাচে খেলবে কিনা।”
ম্যাথিউসের জায়গায় অধিনায়ক হবেন দিনেশ চান্দিমাল। গত ৬ মাসে তিনি হবে শ্রীলংকার ওয়ানডে দলের ষষ্ঠ অধিনায়ক! ম্যাথিউসের পরিবর্তে খেলতে পারেন দানুস্কা গুনাথিলাকা অথবা নিরোশান ডিকভেলা।