• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ইউনাইটেডেই যাচ্ছেন সানচেজ

    ইউনাইটেডেই যাচ্ছেন সানচেজ    

    ক্লাব ছাড়ার গুঞ্জনটা অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের পর আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছিলেন, অন্য ক্লাবে যাওয়ার ‘প্রস্তুতি’ নিচ্ছেন বলেই সেদিনের একাদশে ছিলেন না অ্যালেক্সিস সানচেজ। শেষ পর্যন্ত আর্সেনাল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাচ্ছেন চিলিয়ান ফরোয়ার্ড, তাঁর বদলে ইউনাইটেড থেকে আর্সেনালে যোগ দেবেন হেনরিখ মিখিতারিয়ান।

     

     

     

    এই গ্রীষ্মেই শেষ হতো আর্সেনালের সাথে চুক্তি। সানচেজ তাই নতুন ক্লাবের সন্ধানে ছিলেন অনেক আগে থেকেই। ওয়েঙ্গারও ইঙ্গিত দিয়েছিলেন, ইউনাইটেড থেকে মিখিতারিয়ান আসলেই সানচেজ যেতে পারেন সেখানে। মিখিতারিয়ানের সাথে ‘অদল-বদল’ হওয়ায় তাঁর ট্রান্সফার ফি দাঁড়াচ্ছে ৩৫ মিলিয়ন পাউন্ড, ইউনাইটেড মিখিরাতিয়ানের দাম ধরেছিল এটাই।

     

    ইউনাইটেডের এসে সানচেজের আয়টাও হবে ঈর্ষনীয়। প্রতি সপ্তাহে সাড়ে ৪ লাখ পাউন্ড পকেটে ভরবেন তিনি। প্রতি বছর পাবেন ৭.৫ মিলিয়ন পাউন্ড। এই সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে হোসে মরিনহোর দলে যোগ দেবেন সানচেজ।