• ত্রিদেশীয় সিরিজ
  • " />

     

    দল যেভাবে চাইছে সেভাবেই খেলছেন বিজয়

    দল যেভাবে চাইছে সেভাবেই খেলছেন বিজয়    

    তিন বছর পর দলে ফিরেছেন। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে শুরুটা ভালো করলেও বেশিক্ষণ টিকতে পারেননি এনামুল হক বিজয়। আউট হয়েছেন অতি-আক্রমনাত্নক হতে গিয়েই। তবে বিজয় বলছেন, দল যেভাবে চাইছে সেভাবেই ব্যাটিং করছেন তিনি।

     

     

    টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিজের মতো খেলার ‘স্বাধীনতা’ দেওয়া হয়েছে বলেই জানালেন বিজয়, ‘টিম ম্যানেজমেন্ট থেকে আমাকে "ফ্রিডম" দেওয়া হয়েছে আমার মতো করে খেলতে। দল যেভাবে চাচ্ছে চেষ্টা করছি সেভাবেই খেলার জন্য। আসলে স্বাধীনতা পেলে তো অবশ্যই ভালো লাগে। নিজেরটা আরও দেখানো যায় কতটুকু পারা সম্ভব, কতটুকু পারি।’

    দলের প্রয়োজনে নিজের ব্যাটিং স্টাইল বদলে ফেলতেও আপত্তি নেই বিজয়ের, ‘আমি সব সময় চেয়েছি যেভাবে দল চায় সেভাবেই ব্যাটিং করতে। আমার খেলাটা আমি যেকোনো সময় পরিবর্তন করতে পারব। যদি দেখা যায় উইকেটে অনেকগুলো তাড়াতাড়ি পড়ে গেছে তখন যতুটুক পারব "ক্যারি" করার চেষ্টা করব। টি-টোয়েন্টিতে যখন মারতে হবে তখন চেষ্টা করব পাওয়ার প্লে-তে মারার। যদি টেস্ট ক্রিকেট হয় তাহলে চেষ্টা করব লম্বা সময় ব্যাটিং করার। আমি আমার খেলা থেকে যেকোনো সময়ে বের হয়ে আসতে পারি।  আমার নিজের একটা ব্যক্তিগত স্টাইল আছে যে আমি আক্রমণাত্মক ব্যাটিং করি। কিন্তু যখন যেভাবে দল চায় সেভাবেই ব্যাটিং করার ক্ষমতা চেষ্টা করছি অর্জন করার।’

    জাতীয় দলে থিতু হওয়ার জন্য সতীর্থদের পাশে পাচ্ছেন বিজয়, ‘সবাই খুব সাপোর্ট করছে। তামিম ভাই থেকে শুরু করে মুশফিক ভাই, রিয়াদ ভাই, সাকিব ভাই, মাশরাফি ভাই সবাই খুব সাপোর্ট করছে। সবাই ইতিবাচক আছে। এ জিনিসটা খুবই ভালো লাগার বিষয়। আমার কাছে মনে হয় দল যেহেতু খুশি আছে তাই আমি নিজেও খুশি।’