জয়াসুরিয়াকে ছাড়ানোর পর তামিমের ছয় হাজার
একটা রেকর্ড ভাঙতে দরকার ছিল ৪২ রান, আরেকটার জন্য ৬৬। দুটোই হলো তামিম ইকবালের। কোনো নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি রান এখন তামিমের। তার চেয়েও বড় কথা, প্রথম বাংলাদেশী হিসেবে ঢুকলেন ছয় হাজারী ক্লাবে।
বাংলাদেশের ব্যাটিংয়ের অনেক কীর্তিই নিজের করে নিয়েছেন এর আগে। ছয় হাজার রানের ক্লাবে প্রথম বাংলাদেশী হিসেবে ঢুকতে তার আজ দরকার ছিল ৬৬ রান। ৩৫তম ওভারে ক্রেমারের বলে সিঙ্গেল নিয়েই ছুঁয়েছেন সেই মাইলফলক। ওয়ানডেতে ছয় হাজারি ক্লাবে এর আগে ছিলেন ৫৪ জন।
এর আগে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ হাজারি ক্লাবেও সবার আগে ঢুকেছিলেন তামিম। চার হাজারে অবশ্য তাঁকে ছাড়িয়ে গিয়েছিলেন সাকিব। তিন হাজারের রেকর্ডটা মোহাম্মদ আশরাফুলের, দুই হাজার রান সবার আগে করেছিলেন হাবিবুল বাশার সুমনের। এক হাজার রান সবার আগে করেছিলেন খালেদ মাসুদ পাইলট।
আর নির্দিষ্ট কোনো ভেন্যুতে এর আগে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা ছিল সনাথ জয়াসুরিয়ার। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাতারা হারিকেন একাই করেছিলেন ২৫১৪ রান। তামিম আজ ছাড়িয়ে গেছেন তাকে। সাকিব আল হাসানও খুব পিছিয়ে নেই, মিরপুরে তার রান হয়ে গেছে ২৩৬৯ রান।