চার বছর পর টেস্ট দলে রাজ্জাক
প্রায় চার বছর টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পেয়ে ছিটকে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান, তার জায়গায় শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া সানজামুল ইসলাম ও তানভীর হায়দারের সঙ্গে যোগ দেবেন তিনিও। রাজ্জাককে নিয়ে দলের সদস্য সংখ্যা হলো ১৬ জন।
সম্প্রতি প্রথম শ্রেণিতে ৫০০ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশী বোলার হয়েছেন তিনি। ২০১৪ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শেষ টেস্ট খেলেছিলেন রাজ্জাক। প্রায় ৮ বছরের সময়ে তিনি খেলেছেন মাত্র ১২টি টেস্ট। ৬৭.৩৯ গড়ে তার উইকেট ২৩টি। তবে প্রথম শ্রেণিতে তার গড় ২৯.৩৩। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন রাজ্জাকের মাইলফলকের পর বলেছিলেন, দলের বিবেচনায় আছেন তিনি।
রাজ্জাক বাদে টেস্ট স্কোয়াডে স্পিনার আছেন আরও পাঁচজন- তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, সানজামুল ইসলাম, তানভীর হায়দার ও নাঈম হাসান।
সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ। সেক্ষেত্রে বাংলাদেশের ১০ম টেস্ট অধিনায়ক হবে তিনি। ৩১ জানুয়ারি চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট।
বাংলাদেশ স্কোয়াড
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, মেহেদি হাসান, রুবেল হোসেন, নাঈম হাসান, তানভীর হায়দার, সানজামুল ইসলাম, আব্দুর রাজ্জাক।