• বাংলাদেশ-শ্রীলংকা
  • " />

     

    'এত তাড়াতাড়ি টেস্টে ডাক পাবো ভাবিনি'

    'এত তাড়াতাড়ি টেস্টে ডাক পাবো ভাবিনি'    

    অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিলেন। বিশ্বকাপের মাঝপথেই শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ জনের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন নাঈম হাসান। দল যখন বিশ্বকাপের ৫ম স্থানের জন্য খেলছে, নাঈম তখন তামিম-মুশফিকদের সাথে চট্টগ্রামে। অভিষেকের অপেক্ষায় থাকা এই অফস্পিনার বলছেন, এত তাড়াতাড়ি টেস্ট দলে সুযোগ পাওয়ার আশা করেননি তিনি।

    ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশের যুবারা। সেই পরাজয়ের পরপরই নাঈম জেনেছিলেন টেস্ট দলে ডাক পাওয়ার খবরটা, ‘ভারতের বিপক্ষে ম্যাচের পর জানতে পারলাম, টেস্ট দলে আছি। দলের ম্যানেজারের কাছ থেকে খবরটা পেয়েছিলাম। ম্যাচ হারার পর মন খারাপ থাকলেও ভালো লাগছিল একটু হলেও। আশা করিনি এত তাড়াতাড়ি জাতীয় দলে সুযোগ পাবো! ভেবেছিলাম বিশ্বকাপ শেষ হলে মিরাজ ভাইয়ের মতো জাতীয় দলে ডাক পাবো, কিন্তু অনেক আগেই সেটা হয়ে গেল।’

    ঘরের মাঠ চট্টগ্রামেই হতে পারে টেস্ট অভিষেক। চেনা ভেন্যুতে সুযোগ পেলে সেটা পূর্ণ কাজে লাগাতে চান নাঈম, ‘জাতীয় লিগ, বিপিএলের অধিকাংশের শুরুই আমার এই মাঠে। যদি সুযোগ পাই তাহলে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করব। দল আমার কাছ থেকে কী চাইছে সেটা এখনও বলা হয়নি। যেভাবে দল চায় সেভাবেই বোলিং করব। একই জায়গায় বল ফেলার চেষ্টা থাকবে।’

    প্রথমবারের মতো তামিম-মাহমুদউল্লাহদের সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করবেন। নাঈমের কাছে এই অনুভূতিটা একটু অন্যরকমই, ‘সত্যি বলতে তাদের সাথে ড্রেসিংরুমে বসার অনুভূতিটা একেবারেই অন্যরকম। আগেও কন্ডিশন ক্যাম্পে তাদের সাথে থাকা হয়েছে। সবাই দলে শুভেচ্ছা জানাচ্ছেন, সাহায্যও করছেন।’

    জাতীয় দলের ক্রিকেটারদের সাথে যখন ক্যাম্পে ছিলেন, বাংলাদেশের কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এবার তার দলের বিপক্ষেই মাঠে নামবেন নাঈম। ক্যাম্প থেকে টেস্ট ম্যাচ, এর মাঝের সময়ে নিজের উন্নতিটা হাথুরুর চোখে পড়ুক, চাইছেন নাঈম, ‘সেবার হাথুরুসিংহের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি বলেছিলেন প্রতিনিয়ত নিজেকে এগিয়ে নিতে। এবার সুযোগ পেলে তাকেও (উন্নতিটা) দেখিয়ে দেওয়ার ইচ্ছা আছে!’

    এদিকে চার বছর পর দলে ফিরেছেন আব্দুর রাজ্জাক। নাঈমের স্বীকৃত পর্যায়ের ক্রিকেট ক্যারিয়ারের দৈর্ঘ্যও প্রায় এতদিনই। রাজ্জাক বলছেন, দুই পক্ষই একে অন্যের কাছে অনেক কিছুই শিখতে পারেন, ‘এটা অবশ্যই বিশাল ব্যাপার। ও এখনও দেখছে যে আমি খেলছি। ও চিন্তা করবে, আমি এখনও খেলছি, তার মানে ওর ক্যারিয়ারটাও বড় হতে পারে। এটা ভালো লাগার বিষয়, এখন যারা নতুন আছে, হয়তো ওদের কাছ থেকেও আমার কিছু শেখার আছে, আমার কিছু ঘাটতি আছে। আগের যে ব্যাপারগুলো, বেসিক ব্যাপারগুলো শেয়ার করাই হবে।’