তিন ফরম্যাটেই শীর্ষে সাকিব
মোহাম্মদ হাফিজের কাছে গত বছর শীর্ষস্থান হারিয়েছিলেন। ত্রিদেশীয় সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সে হারানো স্থান আবারও ফিরে পেলেন সাকিব আল হাসান। সদ্য প্রকাশিত আইসিসি ওয়ানডে অলরাউন্ডারের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন সাকিব, ধরে রেখেছেন টেস্ট ও টি-টোয়েন্টির শীর্ষস্থানও।
ত্রিদেশীয় সিরিজের ৫ ম্যাচে সাকিব নিয়েছেন ৯ উইকেট, করেছেন ১৬৩ রান। ফাইনালে অবশ্য আঙ্গুলে চোট পেয়ে বোলিংয়ের কোটা শেষ না করেই মাঠের বাইরে যেতে হয়েছে, ব্যাটিংয়েও আর নামতে পারেননি।
৩৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে আছেন সাকিব। ৩৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন হাফিজ। ৩১৬ রেটিং নিয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী আছেন তিনে, ৩০৬ পয়েন্ট নিয়ে শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথিউস আছেন এরপর। আর ৩০১ পয়েন্ট নিয়ে পাঁচে আছেন ইংল্যান্ডের ক্রিস ওকস।
টেস্টে সাকিবের বর্তমান রেটিং ৪৩৭, টি-টোয়েন্টিতে ৩৫৩।