• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    'মেসির ছায়া থেকে বের হতে নেইমারকে বার্সা ছাড়তেই হতো'

    'মেসির ছায়া থেকে বের হতে নেইমারকে বার্সা ছাড়তেই হতো'    

    দুজনেই ক্যারিয়ারের অনেকটা সময় কাটিয়েছেন লিওনেল মেসির পাশে খেলে। এক বছরের ব্যবধানে দানি আলভেজ ও নেইমার বার্সেলোনা ছেড়েছেন, এখন একসাথে খেলছেন পিএসজিতে। দলবদলের রেকর্ড গড়ে বার্সা ছাড়া নিয়ে নেইমারকে শুনতে হয়েছে অনেক কথাই। আলভেজ বলছেন, ‘বিশ্বসেরা’ হওয়ার জন্য মেসির ছায়া থেকে বের হওয়া ছাড়া নেইমারের কাছে বিকল্প রাস্তা ছিল না।  

     

     

    নেইমারের বার্সা ছাড়ার সিদ্ধান্তটা শতভাগ সঠিক ছিল বলেই মানছেন আলভেজ, ‘মেসির পর বিশ্বের প্রভাব বিস্তারকারি ফুটবলারদের তালিকায় নেইমারও আছে। মেসির মতো ফুটবলারের পাশে খেললে তাঁর ছায়ায় কিছুটা হলেও আপনি আড়ালে পড়বেন। মেসি যে মাপের খেলোয়াড়, আপনার নিজের সামর্থ্য নিয়েই মনে সন্দেহ জাগবে! এজন্যই আমার মনে হয়, নেইমারের বার্সেলোনা ছেড়ে আসাটা ঠিক ছিল।’

    পিএসজিতে খেলেই নেইমার নিজের স্বকীয়তার বিকাশ ঘটাবেন, বলছেন আলভেজ, ‘মেসির পাশে না খেললেই নিজেকে আরও বেশি বিকশিত করতে পারবেন। পিএসজিতে খেলে নেইমার নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে দ্রুতই। নেইমারের ক্লাব ক্যারিয়ার ও ব্রাজিলের জন্য এটা জরুরী।’