লাপোর্তের জন্য রেকর্ড ভাঙল সিটি
সিটিতেই যোগ দিলেন লাপোর্তেঃ
বয়স ২৩, জাতীয় দলের হয়ে এখনও কোনো ম্যাচে ডাক পাননি আয়মেরিক লাপোর্তে। তার জন্যই নিজেদের দলবদলের রেকর্ড ভাঙল ম্যানচেস্টার সিটি। অ্যাথলেটিক বিলবাও থেকে ৬৪ মিলিয়ন ইউরোতে লাপোর্তেকে দলে ভিড়িয়েছে পেপ গার্দিওলার দল। এর আগে সিটিজেনদের সবচেয়ে দামী খেলোয়াড় ছিলেন কেভিন ডি ব্রুইন। ২০১৫ সালে বেলজিয়ান ফরোয়ার্ডকে তারা কিনেছিল ৬২ মিলিয়ন ইউরো দিয়ে।
ফ্রেঞ্চ ডিফেন্ডারের সিটিতে যোগ দেওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই শোরগোল চলছিল। শীতকালীন দলবদলের মৌসুম শেষ হওয়ার আগের দিন নিশ্চিত হল চুক্তি। ভার্জিল ভ্যান ডাইকের পর লাপোর্তেই এখন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার। এই মৌসুমে এখন পর্যন্ত শুধু রক্ষণভাগের খেলোয়াড়দের জন্যই ২১৬ মিলিয়ন ইউরো খরচ করলেন গার্দিওলা।
আর্সেনালে অবামেয়াং, চেলসিতে জিরু?
আর্সেনালের দেওয়া প্রস্তাবে সম্মতি দিয়েছেন পিয়েরে এমরিক অবামেয়াং। বরুশিয়া ডর্টমুন্ডের সাথে চুক্তিটা হতে পারে ৭০ মিলিয়ন ইউরোর। বিবিসি, স্কাই স্পোর্টস, ইএসপিএন নিশ্চিত করেছে এসবই। আজ অবামেয়াংকে লন্ডনে গিয়ে আর্সেনালের সাথে চুক্তির ব্যাপারে কথা বলার সুযোগও করে দিয়েছে ডর্টমুন্ড। কিন্তু চুক্তির আগে ধোঁয়াশা তৈরি হয়েছে অন্য জায়গায়। অবামেয়াংয়ের জায়গায় নতুন স্ট্রাইকার না পাওয়া পর্যন্ত তাঁকে ছাড়তে রাজি না ডর্টমুন্ড।
প্রথমে হেনরিখ মিখিতারিয়ান-অ্যালেক্সিস সানচেজের মতো আরও একটি অদল-বদল প্রস্তাব দিয়েছিল আর্সেনাল। সেই প্রস্তাব অনুযায়ী অলিভিয়ের জিরু যাবেন ডর্টমুন্ডে। কিন্তু এই মুহুর্তেই লন্ডন ছেড়ে যেতে রাজি নন জিরু। এ কারণেই অবামেয়াংয়ের সাথে চুক্তি সম্পন্ন করতে দেরি করতে হচ্ছে আর্সেনালকে।
সমস্যা নিরসনের জন্য অবশ্য আরও পথ খোলা রয়েছে দুই ক্লাবের। তৃতীয় পক্ষ হিসেবে চুক্তিতে যুক্ত হচ্ছে চেলসি। একজন দীর্ঘদেহী স্ট্রাইকার খুঁজছিলেন আন্তোনিও কন্তে। এডিন জেকোই কন্তের প্রথম পছন্দ ছিল বলে নিশ্চিত করেছে ইংল্যান্ডের প্রায় সব সূত্রই। তবে দলবদলের শেষদিকে এসে ঝুলে গেছে সেই চুক্তিও। রোমা তাদের একমাত্র স্ট্রাইকারকে ছাড়তে নারাজ। সেক্ষেত্রে চেলসির দ্বিতীয় পছন্দ জিরু। বিবিবি জানিয়েছে চেলসি-আর্সেনাল দুই ক্লাব সমোঝতার ভিত্তিতে জিরুর চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে। সেই চুক্তি অনুযায়ী ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসিতে যোগ দিচ্ছেন জিরু। চুক্তির অংশ হিসেবে চেলসির মিচি বাতসুয়াই পাড়ি জমাবেন ডর্টমুন্ডে। আর আর্সেনালের জার্সি গায়ে জড়াবেন অবামেয়াং।