চেলসিতে জিরু, স্পার্সে মউরা
চেলসি-আর্সেনাল-ডর্টমুন্ডের ত্রিমুখী চুক্তি!
গতকাল সোয়ানসি সিটির বিপক্ষে গায়ে চড়িয়েছিলেন আর্সেনালের জার্সি। পরের দিনই সেই জার্সির রঙটা আরেকটু গাঢ় হল অলিভিয়ের জিরুর! আর্সেনালে সাড়ে পাঁচ বছর কাটিয়ে লন্ডনের আরেক ক্লাব চেলসিতে যোগ দিয়েছেন ৩১ বছর বয়সী ফ্রেঞ্চ স্ট্রাইকার। ২০ মিলিয়ন ইউরোতে দুই ক্লাবের মধ্যে হয়েছে চুক্তিটি।
এর আগে বরুশিয়া ডর্টমুন্ড থেকে আর্সেনালে যোগ দিয়েছেন পিয়েরে এমরিক অবামেয়াং। গ্যাবন স্ট্রাইকারের জন্য আর্সেনালকে খরচ করতে হয়েছে ৬৩ মিলিয়ন ইউরো। আর্সেনালের ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় হচ্ছেন তিনি। সাড়ে তিন বছরের চুক্তিতে অবামেয়াংয়ের সাপ্তাহিত বেতন নির্ধারণ হয়েছে ২ লাখ ইউরো।
প্রথমে ডর্টমুন্ডই নিশ্চিত করেছে অবামেয়াংয়ের ক্লাব ছাড়ার খবর। এরপর আর্সেনালের অফিসিয়াল টুইটার থেকে পোস্ট করা হয়েছে অবামেয়াংয়ের ছবি। এই চুক্তি অবশ্য একটি দলবদলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। আর্সেনাল থেকে চেলসিতে গেছেন জিরু। আর তার চেলসি থেকে ডর্টমুন্ডের শুন্য জায়গায় যাচ্ছেন মিচি বাতসুয়াই।
স্পার্সে লুকাস মউরাঃ
প্যারিস সেন্ট জার্মেই থেকে টটেনহাম হটস্পারে যোগ দিয়েছেন লুকাস মউরা। ব্রাজিলিয়ানকে কিনতে স্পার্সের ৩০ মিলিয়ন ইউরো খরচ হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ২০১৩ সালে সাও পাওলো থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন মউরা। এরপর গত কয়েক মৌসুম ধরেই অনিয়মিত হয়ে পড়েছিলেন দলে। চলতি মৌসুমে বদলি হয়ে মাঠে নেমেছেন মাত্র ৬ বার।