ভাঙলো যেসব রেকর্ড
একদিনেই এতো রান!
টেস্টের যে কোনও একদিনে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর হলো আজ, ৩৭৪। যেটা ভেঙেছে ২০১২ সালে খুলনা টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে ৩৬৫ রানের রেকর্ড। সব মিলিয়ে বাংলাদেশের মাটিতে একদিনে সবচেয়ে বেশি রানের রেকর্ডে এটি এখন দুইয়ে, ২০১০ সালে ইংল্যান্ড ও বাংলাদেশ একদিনেই তুলেছিল সমান রান। সব মিলিয়ে বাংলাদেশের মাটিতে একদিনে সবচেয়ে বেশি রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার, ২০০৮ সালে গ্রায়েম স্মিথ ও নিল ম্যাকেঞ্জির রেকর্ড-গড়ার দিনে আফ্রিকা প্রথম দিনেই তুলেছিল বিনা উইকেটে ৪০৫ রান। সেটিও এই ভেন্যুতেই।
তিন নম্বরে তুলকালাম
৩য় উইকেটে বাংলাদেশের রেকর্ড ২৩৬ রানের জুটি গড়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ২০১৩ সালে চট্টগ্রামে মুমিনুল-তামিমের ১৫৭ রানের জুটির রেকর্ড ছাড়িয়ে গেছে এটি। ৩য় উইকেটে তিন নম্বরে আছে ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের সঙ্গে জাভেদ ওমর ও মোহাম্মদ আশরাফুলের ১৩০ রানের জুটি।
দ্রুতগতির মুমিনুল
ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি ছুঁতে মুমিনুলের লেগেছে ৯৬ বল, যা বলের হিসেবে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম। এর ওপরে তামিম ইকবাল, ২০১০ সালে ইংল্যান্ডের সঙ্গে লর্ডসে সেঞ্চুরি করতে তামিম নিয়েছিলেন ৯৪ বল। সেবারও চার মেরে সেঞ্চুরি করেছিলেন তামিম, মুমিনুলও আজ করলেন তাই।
নড়বড়ে নব্বই, নড়বড়ে মুশফিক
৯২ রানে লাকমালের বলে ক্যাচ দিয়ে তিনবার নড়বড়ে নব্বইয়ে কাটা পড়তে হলো মুশফিকুর রহিমকে। টেস্টে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে এক্ষেত্রে তিনি ছুঁলেন সাকিব আল হাসানকে। হাবিবুল বাশার ও নাসির হোসেন আউট হয়েছেন ২ বার করে। মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, তামিম ইকবাল আউট হয়েছিলেন একবার করে। আর ৯৬ রানে একবার করে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ ও সাকিব। তবে আউট হওয়া ৭ ব্যাটসম্যানের কেউই ৯৯ রানে আটকাননি, নড়বড়ে নব্বইয়ের ঘরে সর্বোচ্চ রান আশরাফুলের, ৯৮।