'দুই উইকেট না পড়লে ‘কমপ্লিট পারফরম্যান্স হতো'
৮৪তম ওভারে এসে সুরাঙ্গা লাকমলের পরপর দুই বলে ফিরলেন মুশফিক-লিটন। দুর্দান্ত একটা দিন পার করা বাংলাদেশের জন্য খানিকটা অস্বস্তি হয়ে রইল শেষের আধা ঘন্টাই। প্রথম সেশনে হাফ সেঞ্চুরি করা তামিম ইকবালকেও একটু আক্ষেপ জোগাচ্ছে শেষবেলার এই দুই উইকেটই। সেসব ছাড়া বাংলাদেশের ‘কমপ্লিট পারফরম্যান্স’ই হতে পারতো বলে ধারণা তার।
লাঞ্চের পর প্রায় ৪ ঘণ্টা নির্বিঘ্নেই ব্যাটিং করেছেন মুমিনুল-মুশফিক। নিজের পাশাপাশি দলের অন্য ব্যাটসম্যানদের পারফরম্যান্সে যথেষ্ট খুশি তামিম, ‘দ্বিতীয় উইকেটে আমরা যেভাবে পারফর্ম করেছি, আমার কাছে মনে হয় ওইভাবে শেষ করতে পারলে এটা "কমপ্লিট পারফরম্যান্স" হতে পারতো। সত্যি কথা এটা নিয়ে চিন্তিত ছিলাম, যাতে কোনো ধস না নামে। সাধারণত কোনো বড় জুটি হলে আমাদের ক্ষেত্রে এমন (ধস) হয়। আমরা আমাদের পক্ষ থেকে ব্যাটসম্যানদের এ বিষয়ে বার্তা দিচ্ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে মুশফিক আউট হওয়ার পর লিটন আউট হয়ে গেলো। তারপরও আমরা মনে করি, এটা একটা দারুণ দিন ছিলো। আমরা আক্রমণাত্মক ছিলাম, ইতিবাচক ছিলাম, একেবারে প্রথম বল থেকেই, যা দেখাটা দারুণ অভিজ্ঞতা।’
দিনের শুরু থেকেই চড়াও হয়েছিলেন লংকান বোলারদের ওপর। এই আক্রমণ পূর্ব পরিকল্পিত ছিল বলেই জানাচ্ছেন তামিম, ‘আমি যে পরিকল্পনা নিয়ে খেলছিলাম, আমার মনে হয়েছিলো, আমি যদি ইতিবাচক শুরু করি, তাহলে ওরা চাপে পড়ে যাবে। এটাই হয়েছে। যে পরিকল্পনাটা আমি করেছি, সেটা কাজে লেগেছে। ওদের প্রধান বোলার যারা আছে, তাদের আক্রমণ করতে চেয়েছিলাম। আমি সফলভাবেই তা করেছি। এর ফলে ওরা এমন এক পরিস্থিতিতে পড়েছে, যেখানে ওদের আমরা পড়তে দেখতে চেয়েছিলাম। সত্যি কথা বলতে, একটা পর্যায়ে তারা বুঝতে পারছিলো না কোথায় বল করবে। আমাদের পরিকল্পনা ছিলো আক্রমণ করার। আমরা সেটাতে সফল।’
অধিনায়ক মাহমুদউল্লাহ কালই বলেছিলেন, পিচ হবে স্পিন বান্ধব। প্রথম দিনে তেমন টার্ন লক্ষ্য করা যায়নি চট্টগ্রামের উইকেটে। তামিমের প্রত্যাশার চেয়ে স্পিন অনেকটাই কম হয়েছে,‘ যেটা প্রত্যাশিত ছিলো, আরো বেশি স্পিন হবে। কিন্তু আমরা আগে ব্যাটিং করছি, সুতরাং এ নিয়ে আমাদের অভিযোগ নেই। আমরা যতো বেশি রান করতে পারি, আমার মনে হয় কাল থেকে রান করা কঠিন হবে। আমরা এখন শক্ত অবস্থানে আছি। এখান থেকে আমাদের আরো রান করতে হবে। যতোই ফ্ল্যাট উইকেটে খেলেন না কেনো, বড় রান সব সময়ই কঠিন অন্য দলের জন্য। সুতরাং আমাদের জন্য এটাই নিশ্চিত করতে হবে।’
দিনশেষে ৪ উইকেট হারিয়ে ৩৭৪ রান করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে স্কোরটা আরও বড় হবে, এটাই প্রত্যাশা তামিমের, ‘আমার কাছে মনে হয়, আমরা এমন পজিশনে আছি, যেখান থেকে অনেক রান করা সম্ভব। (সাধারণত) আমরা এমন অবস্থানে থাকি না। আমরা খুব ভালো একটা রেটে রান করেছি। কালও আমাদের দারুণ শুরু করতে হবে। আমরা যদি সেটা করতে পারি, যারা ড্রেসিংরুমে আছে, তারাও যদি অবদান রাখে আমরা তাহলে বড় রান করতে পারি। আমি এটাই আশা করছি।’