যে ৭ বার ৫০০ ছুঁয়েছে বাংলাদেশ
একটা সময় ৫০০ রানকে বহু দূরের পথ মনে হচ্ছিল। অধিনায়ক মাহমুদউল্লাহর অপরাজিত ৮৩ রানের দুর্দান্ত এক ইনিংসের সুবাদে শ্রীলংকার বিপক্ষে আজ প্রথম ইনিংসে ৫১৩ রান করেছে দল। নিজেদের টেস্ট ইতিহাসে ৭ম বারের মতো এক ইনিংসে ৫০০ রান ছুঁলো বাংলাদেশ।
৫৫৬
২০১২ সালে প্রথমবারের এক ইনিংসে ৫০০ রানের দেখা পায় বাংলাদেশ। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের ২য় ইনিংসে ৫৫৬ রান করে তারা, নাইম ইসলাম করেছিলেন ১০৮। সেই ম্যাচে ৭৭ রানে হেরেছিল বাংলাদেশ।
৬৩৮
২০১৩ সালে গলে শ্রীলংকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ স্কোর করে মুশফিকের দল। দ্বিতীয় ইনিংসে ৬৩৮ করা সেই ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন মোহাম্মদ আশরফুল, মুশফিক ও নাসির, মুশফিক করেন ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত ম্যাচটি হয়েছিল ড্র।
৫০১
২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে ৫০১ করে বাংলাদেশ, সেই ম্যাচটিও হয়েছিল ড্র। মুমিনুল করেন ১৮১, সোহাগ গাজি করেন ১০১ রান।
৫০৩
২০১৪ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের ১ম ইনিংসে বাংলাদেশ করে ৫০৩ রান, সেঞ্চুরি পান তামিম-ইমরুল। বাংলাদেশ ম্যাচটি জিতেছিল ১৮৬ রানে।
৫৫৫
২০১৫ সালে খুলনাতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৫৫ রান করেন তামিমরা, ম্যাচটি হয় ড্র। ডাবল সেঞ্চুরি পান তামিম, ইমরুলও করেছিলেন সেঞ্চুরি।
৫৯৫
গত বছর নিউজিল্যান্ডের মাটিতে সাকিব-মুশফিকের সেই অনবদ্য জুটির কল্যাণে ১ম ইনিংসে ৫৯৫ রান করে বাংলাদেশ। অবশ্য ৭ উইকেটের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।