• বাংলাদেশ-শ্রীলংকা
  • " />

     

    বড় লিডের আশা ছাড়েননি মুমিনুল

    বড় লিডের আশা ছাড়েননি মুমিনুল    

    প্রথম ইনিংসের পুঁজি ৫১৩। বোলিংয়ে নেমে মিরাজের আঘাতে শূন্য রানেই নেই শ্রীলংকার ১ উইকেট। দুর্দান্ত এই শুরুর পর বড় লিডের উজ্জ্বল স্বপ্নটা শেষ বিকেলে ফিকে হয়ে গেছে ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিসের ১৮৭ রানের জুটিতে। মুমিনুল হক অবশ্য এখনও বড় লিড পাওয়ার আশা করছেন।

    আগামীকাল সকালে ডি সিলভা-মেন্ডিসের জুটি ভাঙতে পারলে ভালো অবস্থানে যাবে বাংলাদেশ, এমনটাই ধারণা মুমিনুলের, ‘লিড পাওয়াটা জরুরি। এটা সবার কাছেই মনে হয়। কাল প্রথম সেশনে তিন চারটা উইকেট বের করতে পারলেই লিডে চলে যাব। বোলাররা জায়গা মতো ব্যাট করলেই সেটা সম্ভব। আমার ওই বিশ্বাস আছে।’

    পিচ হবে স্পিন-বান্ধব, ম্যাচ শুরুর আগেই মাহমুদউল্লাহ এই ইঙ্গিত দিয়েছিলেন। প্রথম দুই দিনে তেমন ঘূর্ণিজাদু দেখাতে পারেননি দুই দলের কেউই। তবে আগামীকাল স্পিনারদের ভূমিকাই মুখ্য হবে মানছেন মুমিনুল, ‘ এখন একটু স্পিন হচ্ছে। শেষ স্পেল তাইজুল ভালো করেছে, নয়ন (সানজামুল) ভাইও ভালো বল করছে। আমার মনে হয় কালকে বেশি স্পিন ধরবে। কালকের চেয়ে আজকে প্রথম দিকে কঠিন ছিল না। কিন্তু শেষ ওভারে টার্ন করা শুরু করছে। এসব উইকেটে যত দিন যায় তত বেশি ক্র্যাক থাকে, স্পিন তত বেশি ধরে।’

    বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেওয়া মেহেদি বল করেছেন মাত্র ৮ ওভার। তাকে পরবর্তীতে বল না দেওয়ার কারণটা ব্যাখ্যা করেছেন মুমিনুল, ‘হয়তো অধিনায়কের মনে হয়েছে, ডানহাতি-বাঁহাতি ব্যাটসম্যান ছিল, এজন্য হয়তো বাঁহাতি স্পিনার এনে ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে।’