• দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ
  • " />

     

    কোহলির কাছেই হারলেন ডু প্লেসিরা

    কোহলির কাছেই হারলেন ডু প্লেসিরা    

     

    সংক্ষিপ্ত স্কোর 

    দক্ষিণ আফ্রিকা ২৬৯/৮ (ডু প্লেসি ১২০, কুলদিপ ৩/৩৪)

    ভারত ২৭০/৪ ৪৫.৩ ওভারে (কোহলি ১১২, রাহানে ৭৯, ফেহলুকায়ো ২/৪২)

    ফলাফল-ভারত ৬ উইকেটে জয়ী

    ম্যান অফ দ্যা ম্যাচ- বিরাট কোহলি


    আন্দিল ফেহলুকায়োর বলে চোখ ধাঁধানো এক কভার ড্রাইভে পূর্ণ করলেন সেঞ্চুরি। হেলমেট খুলে ব্যাট মাটিতে রাখলেন, এরপর দর্শকের দিকে তাকিয়ে কি যেন একটা ইঙ্গিত করলে বিরাট কোহলি।ডারবানে উপস্থিত কয়েক হাজার দর্শককে হয়ত কোহলি বলছেন, দক্ষিণ আফ্রিকার মাটিতেও তিনিই ‘সেরা’। কোহলির দুর্দান্ত এক সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে ভারত।

     

    সিরিজের শেষ টেস্ট জিতে ‘মোমেন্টাম’ ছিল ভারতের পক্ষেই। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৭০ রানের লক্ষ্য ছুঁতে খুব একটা হ্যাপা পোহাতে হয়নি ভারতকে। এর মূল কৃতিত্বটা কোহলি-রাহানে জুটির। তাদের ১৮৮ রানের জুটিই ম্যাচ ফাফ ডু প্লেসিদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছে।

     

    ক্রিজে নামার পর থেকে আউট হওয়া পর্যন্ত মনোমুগ্ধকর ব্যাটিং করেছেন কোহলি। ১০ চারে সাজানো ইনিংসের কল্যাণে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৩ তম সেঞ্চুরি। রাহানেও দারুণ সঙ্গ দিয়েছেন তাকে। দুজনকেই ফেরান ফেহলুকায়ো, ততক্ষণে অবশ্য অনেক দেরি হয়ে গেছে আফ্রিকার জন্য। ঘরের মাঠে টানা ১৭ ওয়ানডে জয়ের পর হারের মুখ দেখল প্রোটিয়ারা। 

     

    কোহলির সেঞ্চুরিতে ম্লান হয়ে গেছে ডু প্লেসির সেঞ্চুরি। ১৩৪ রানে ৫ উইকেট হারানোর পর তাঁর সেঞ্চুরিতেই ২৫০ পেরোয় দলের স্কোর। ১১ চার ও ২ ছক্কায় করেন ১২০ রান।