'পঞ্চম দিনে ম্যাচ বাঁচানোই কঠিন কাজ হবে'
ওভারটা হওয়ারই কথা ছিল না, তবুও হলো। দিনের শেষ ওভারের পঞ্চম বলে হেরাথের বলে আউট হলেন মুশফিক, ম্যাচের ভাগ্য অনেকটাই ঝুলে গেলো শ্রীলংকার পক্ষে। চতুর্থ দিনশেষে তাইজুল ইসলাম বলছেন, পঞ্চম দিনে বাংলাদেশের ম্যাচ বাঁচানোটাই হবে কঠিন কাজ।
তামিম-ইমরুল জুটি শুরুটা ভালোই করেছিলেন। এরপর অল্প সময়ের ব্যবধানেই পড়ল ৩ উইকেট। শেষ ওভারে মুশফিক না ফিরলে দল ভালো অবস্থানে থাকতো বলেই বিশ্বাস তাইজুলের, ‘আমার মনে হয় আমাদের ম্যাচটা বাঁচাতে হবে। পঞ্চম দিনে এই কাজটা কঠিনই হবে। তারপরও আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারে, হয়তো বা আমরা ভালো কিছু করবো। যখন ব্যাটসম্যান ব্যাটিং করে, তখন খারাপ বলে রান করতেই চায়। শ্রীলংকান বোলাররা যখন খারাপ বল করেছে, রান হয়েছে। আবার তারা ভালো বোলিংও করেছে। আমার মনে হয়, আজ যদি একটা উইকেট থাকতো, তাহলে ঠিক ছিলো। তিনটা উইকেট বেশি হয়ে গেছে।’
প্রথম তিনদিনে স্পিনাররা প্রত্যাশা অনুযায়ী টার্ন পাননি। তাইজুলের ধারণা, চতুর্থ দিনে পিচ কিছুটা বদলে গেছে, ‘ পিচ একই রকম ছিলো না। আজকে একটু চেঞ্জ ছিলো। আজকে চতুর্থ দিন ছিলো এজন্যই হয়ত। যতো দিন যাবে, উইকেটের ওত খারাপ হতেই থাকবে। কালকের তুলনায় আজ বেশি সাহায্য পেয়েছে বোলাররা।’
শেষ দিনে হেরাথ, সানদাকানদের সামলাতে কিছুত বেগ পেতে হবে, আশংকা তাইজুলের, ‘উইকেট যে ব্যাটসম্যানদের অনুকূলে নেই, তা বলবো না। তবে পঞ্চম দিনে বোলাররা বিভিন্ন জায়গা থেকে বোলিং করে। রাউন্ড দ্যা উইকেটে, ওভার দ্যা উইকেটে। এ কারণে বিভিন্ন জায়গা রাফ হয়ে যায়। একেকটা ব্যাটসম্যানকে একেক দিক থেক আক্রমণ করে। এভাবে রাফ হওয়ার কারণে অনেক সময় খারাপ বলও কঠিন হয়ে যায়। আমার মনে হয়, আমাদের টিকে থাকা কঠিনই হবে। আর যদি স্টাম্প টু স্টাম্প বল করলে তো তাহলে হয়তো সহজ হবে। কিন্তু রাফ জায়গাটা ব্যবহার করলে কঠিন হবে।’