বার্নলিকে হারাতে পারল না সিটি
ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত দুই দলকে আলাদা করে রেখেছিল দানিলোর গোল। এরপরই গুডমুন্ডসনের গোলে সমতায় ফেরে বার্নলি। অনুমিতভাবে ম্যানচেস্টার সিটিই ম্যাচ নিয়ন্ত্রণ করেছে। তবে বার্নলিও ঘরের মাঠে বারবার প্রতিপক্ষের আক্রমণ রুখে দিয়ে নিজেদেরকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। শেষ পর্যন্ত বার্নলির সেই সাহসই আটকে দিয়েছে সিটি। প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা সিটির সাথে ১-১ গোলে ড্র করেছে বার্নলি।
বার্নলির সাথে ম্যাচের আগেই অবশ্য আলোচনায় ছিলেন পেপ গার্দিওলা। ৭ জনের জায়গায় বদলি হিসেবে সাইডবেঞ্চে গার্দিওলা রেখেছিলেন ৬ জনকে। অবশ্য শুরুর একাদশে চমক দেওয়ার মতো নাম ছিল না। সার্জিও আগুয়েরো, কেভিন ডি ব্রুইন, রাহিম স্টার্লিংরা নেমেছিলেন শুরু থেকেই।
২২ মিনিটে ২৫ গজ দূর থেকে করা শটে দেখার মতো এক গোল করে সিটিকে এগিয়ে দিয়েছিলেন দানিলো। এর আগে বিক্ষিপ্ত কিছু আক্রমণে উঠলেও নিশ্চিত গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। দানিলোর ওই গোলে এগিয়ে যাওয়ার পর কেভিন ডি ব্রুইন ব্যবধান দ্বিগুণ করতে পারতেন আরও একটু দূরপাল্লার শটে। কিন্তু এবার তাঁকে ঠিকই ফিরিয়ে দেন বার্নলি গোলরক্ষক নিক পোপ। ফিরতি বলে আগুয়েরোর নেওয়া শটও চলে যায় বাইরে দিয়ে। প্রথমার্ধে আগুয়েরোকে আরও এক গোলবঞ্চিত করেন পোপ।
বার্নলি গোলরক্ষকের মতো অন্যপাশে এডারসন মোরায়েসকেও পরীক্ষা দিতে হয়েছে বেশ কয়েকবার। প্রথমার্ধে বিন মি এর শট সিটি গোলরক্ষক ঠেকিয়ে না দিলে তখনই সমতায় ফিরতে পারত বার্নলি।
দ্বিতীয়ার্ধে শুরু থেকে সিটির রক্ষণের পরীক্ষা নিতে থাকে বার্নলি। বেশ কয়েকবার বার্নলির সাজানো আক্রমণ সিটির রক্ষণে ভীতি ধরালেও, অন্যপাশে ইয়াকি গুন্ডোয়ানরা হয়ে উঠছিলেন ভয়ঙ্কর। তবে সিটির হয়ে ব্যবধান বাড়ানোর সবচেয়ে বেশি সুযোগ পেয়েছিলেন রাহিম স্টার্লিং। ৭১ মিনিটে পেয়েছিলেন সেরা সুযোগটা। ডানদিক থেকে কাইল ওয়াকারের করা ক্রস ফাঁকায় থাকা স্টার্লিংকে খুঁজে পেয়েছিল। ফাঁকা জালে শুধু বলটা জড়ানোই বাকি ছিল স্টার্লিংয়ের! সেখান থেকেও তিনি বল মেরেছেন বাইরে দিয়ে। এর কয়েক মিনিট পরই তাঁকে উঠিয়ে নেন গার্দিওলা।
স্টার্লিংয়ের গোল মিসের সুযোগটা এরপরে ভালোভাবেই কাজে লাগায় বার্নলি। ম্যাথিউ লোটনের ক্রস থেকে গোল করেন গুডমুন্ডসন। দলের জন্য গুরুত্বপূর্ন এক পয়েন্ট ছিনিয়ে নেওয়ার সাথে স্টার্লিংয়দের আফসোসটাও আরেকটু বাড়িয়ে দিয়েছেন তিনি!