ডিমেরিট পয়েন্ট পেল চট্টগ্রাম, নিষেধাজ্ঞার শঙ্কা
পাঁচ দিনে ১৫৩৩ রান, উইকেট পড়েছে ২৪টি। চট্টগ্রাম টেস্টে অন্তত বোলারদের জন্য কিছু ছিল না, পরিসংখ্যানও তা বলে দিচ্ছে। আইসিসির রায়েও ‘গড়পড়তার’ ছাড়পত্র পায়নি চট্টগ্রামের উইকেট, ম্যাচ রেফারি ডেভিড বুন তাঁর প্রতিবেদনে ‘বিলো অ্যাভারেজ’ বলে রায় দিয়েছেন। একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে চট্টগ্রামের উইকেট, এমন আরও চারটি হলে এক বছরের জন্য নিষিদ্ধ হতে হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে।
চট্টগ্রামের উইকেটে যে বোলারদের জন্য কিছু নেই তা শুরু থেকেই বোঝা যাচ্ছিল। শেষ দিন এসেও বোলারদের খুব একটা সাহায্য মেলেনি। ম্যাচ রেফারি বুনও তাঁর প্রতিবেদনে লিখেছেন, ‘নতুন বলেও বোলাররা কোনো সিম মুভমেন্ট পায়নি। ক্যারি আর বাউন্সও ছিল না তেমন একটা। মাঝে মাঝে একটু স্পিন ধরলেও পঞ্চম দিনের হিসেবে উইকেট খুব একটা বদলায়নি। পুরো পাঁচ দিনই ব্যাটসম্যানদের পুরোপুরি পক্ষেই ছিল।’’
এসব কিছুর জন্যই একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে চট্টগ্রামের নামের পাশে। সামনের পাঁচ বছর কার্যকর থাকবে তা, এই সময়ের মধ্যে আরও চারটি পয়েন্ট যোগ হলে এক বছরের জন্য কোনো আন্তর্জাতিক ক্রিকেট হবে না এখানে।