আলভেজ যখন গোলরক্ষক!
আপনি যদি দানি আলভেজের ভক্ত হন, আর ফ্রেঞ্চ কাপের পিএসজি-সোশো ম্যাচের ৯০ মিনিটের মাথায় টিভির সামনে বসেন, তাহলে বিশাল একটা ধাক্কা খেতে বাধ্য। গ্লাভস পরে আলভেজ সামলাচ্ছেন গোলপোস্ট, এ দৃশ্যে কে না অবাক হবেন! অদ্ভুত এই কান্ড ঘটেছে গত রাতে। পিএসজি গোলরক্ষক কেভিন ট্রাপ ম্যাচের অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখায় ৩ মিনিটের জন্য গোলরক্ষক বনে গিয়েছিলেন আলভেজ।
ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। ডি মারিয়ার হ্যাটট্রিকে ৪-১ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। ৯১ মিনিটে বক্সের বাইরে এসে সোশোর থমাস রবিনেটকে বাজেভাবে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখেন ট্রাপ। নতুন কাউকে বদলি হিসেবে নামানোর সুযোগ ছিল না। কে হবেন গোলকিপার? এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন আলভেজই।
প্রতিপক্ষ তো বটেই, আলভেজের গোলরক্ষক বনে যাওয়ায় মজা পেয়েছেন সতীর্থরাও। শেষ ৩ মিনিটে খুব বেশি হ্যাপা পোহাতে হয়নি তাঁকে, বল হাতের কাছে এসেছে অল্প কয়েকবার।