• বাংলাদেশ-শ্রীলংকা
  • " />

     

    টেস্টে আরও বেশি টাকা চান সাঙ্গাকারা

    টেস্টে আরও বেশি টাকা চান সাঙ্গাকারা    

    হিসাবটা দাঁড়িয়েছে এমন। এক বছর টেস্ট খেলে আপনি যত টাকা পাবেন, এক মাসের টি-টোয়েন্টি লিগ খেলে তার চেয়ে কয়েকগুণ বেশি টাকা আপনার পকেটে ঢুকবে। হয়ত এই কারণেই টেস্ট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই, খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। সাবেক লংকান অধিনায়ক কুমার সাঙ্গাকারা তাই মনে করেন, টেস্টে টাকা বাড়লে টি-টোয়েন্টির প্রতি এই অতিরিক্ত আকর্ষণ অনেকটাই কমবে।

    ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড; ক্রিকেটের ‘তিন মোড়ল’ ছাড়া অন্য টেস্ট খেলুড়ে দেশে ক্রিকেটারদের ম্যাচ ফি খুব বেশি নয়। ওয়েস্ট ইন্ডিজে তো জাতীয় দলকে প্রাধান্য না দিয়ে সুনীল নারাইনের মতো তারকা ক্রিকেটাররা বেছে নিচ্ছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগকেই। এসব ঘটনাকে ক্রিকেটের জন্য ‘অশনি সংকেত’ হিসেবেই দেখছেন সাঙ্গাকারা, ‘ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য টি-টোয়েন্টি আদর্শ ফরম্যাট। কিন্তু এটার নেতিবাচক অনেক দিক আছে। তরুণরা এখন ক্যারিয়ার গড়ার সময় টি-টোয়েন্টিকেই বেশি প্রাধান্য দেয়। টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানো কি উচিত নয়? কয়েকটি দেশ এটা করছে, বাকিদেরও এটা করতে হবে।’

    এমসিসির সভাতেও টেস্ট ম্যাচের ফি বাড়ানো তগিদ দেওয়া হয়েছে গত মাসে। টেস্ট ক্রিকেটকে সবদিক দিয়েই আধুনিক করার চেষ্টায় সাধুবাদ দিচ্ছেন সাঙ্গাকারাও, ‘টেস্ট ক্রিকেট দর্শক ও ক্রিকেটার সবার কাছেই বিশেষ কিছু। এখনো বেশিরভাগ ক্রিকেটারই টেস্ট খেলতে চান। দিবারাত্রির টেস্টের মতো আকর্ষণীয় ব্যাপার যুক্ত হলে সেটা টেস্টের জন্যই ভালো।'