ডাইভ দেওয়ায় ওস্তাদ ইংলিশরাঃ ওয়েঙ্গার
লিভারপুলের সাথে ম্যাচে ডাইভ দিয়ে হলুদ কার্ড দেখেছিলেন ড্যালে আলি। একই ম্যাচে হ্যারি কেইনেরও ডাইভ দেওয়ার অভিযোগ আছে। আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনালের পরের ম্যাচে প্রতিপক্ষ টটেনহাম হটস্পার। ডাইভ দেওয়া ব্যাপারটা মোটেই পছন্দ নয় ওয়েঙ্গারের। কিন্তু আর্সেনাল ম্যানেজারের চোখে আলাদা করে লেগেছে ইংলিশ খেলোয়াড়দের ডাইভ দেওয়াটা। তাঁদেরকে ডাইভ দেওয়ার 'মাস্টার' বলেছেন ওয়েঙ্গার।
"আমার মনে আছে যখন অন্য খেলোয়াড়েরা ডাইভ দিত, সেটা নিয়ে তখন অনেক কথাই হত। কিন্তু ইংলিশ ফুটবলাররাও আজকাল ডাইভ দেওয়ার কৌশল রপ্ত করে ফেলেছে! খুব সম্ভবত তারাই এখন ডাইভ দেওয়ার ওস্তাদ!"
এর আগেও অবশ্য ইংলিশ খেলোয়াড়দের ডাইভ দেওয়া নিয়ে মন্তব্য করেছিলেন ওয়েঙ্গার। ম্যানচেস্টার সিটির কাছে ৩-১ গোলে হারার পর রাহিম স্টার্লিংয়ের দিকে ছুটে গিয়েছিল ওয়েঙ্গারের কথার তীর।
লিভারপুলের সাথে ওই ম্যাচের পর টটেনহাম ম্যানেজার মারুসিও পচেত্তিনো ডাইভ দেওয়াটাকে খেলার কৌশল হিসেবে দেখার কথা বলেছিলেন। আর্সেন ওয়েঙ্গার অবশ্য এ ব্যাপারে একেবারেই উলটো মত দিয়েছেন। ডাইভের
"আমি খেলোয়াড়দের ডাইভ দেওয়া শেখাই না। ডাইভ ব্যাপারটা খেলা থেকেই উঠে যাওয়া উচিত।"