হারারেকে মনে করিয়ে দিল মিরপুরের 'সুনামি'
ঘড়ির কাঁটার হিসেবে ১৫ মিনিটের কাছাকাছি। ১০৭ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ, আর ২০ বলের মধ্যে অলআউট ১১০ রানে। শেষ ৩ রান যোগ করতেই আজ ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে শেষের ব্যাটিং বিপর্যয় আগেও হয়েছে, দেখেছে এর চেয়েও ভয়াবহ ধস।
চার বছর আগে হারারেতে যা হয়েছিল, সেটা ছিল এমন ভয়ঙ্কর কিছুই। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৩৮৯ রান করার পর বাংলাদেশ ১৩৪ রান তুলেছিল পাঁচ উইকেটে। ওই ১৩৪ রানেই আউট হয়ে গেলেন মুশফকুর রহিম। সেই শুরু, আর কোনো রান যোগ না করেই পাঁচটি উইকেট হারায় বাংলাদেশ! নাসির হোসেন, সোহাগ গাজী, এনামুল হক জুনিয়র, রুবেল হোসেন, রবিউল ইসলাম আউট হয়ে গেছেন ওই রানেই। এর মধ্যে শেষের চারজন কোনো রানই যোগ করতে পারেননি। ওই ৫ উইকেট ফেলতে ১৯ বল খরচ করতে হয়েছিল জিম্বাবুয়েকে।
ওই ম্যাচটা শেষ পর্যন্ত ৩৩৫ রানের বিশাল ব্যবধানেই জিতেছিল জিম্বাবুয়ে। অলৌকিক কিছু না ঘটলে এই টেস্টেও বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এমন কিছু।