'আমি জানি না, তারা কেন এমন উইকেট বানিয়েছে'
যেন নিজের পাতা ফাঁদে নিজেই পা দিল বাংলাদেশ। চট্টগ্রামে স্পিন স্পিন করেও সেটার দেখা মেলেনি, আর মিরপুরে প্রথম দিন যেন স্পিন দেখা দিচ্ছে ভয়ঙ্করভাবে! শ্রীলঙ্কাকে ২২২ রানে আটকে দিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১১০ রানেই! নিজেদের শক্তিমত্তা অনুযায়ী বানানো উইকেটে বাংলাদেশই এখন দূর্বল দল, মিরপুরে যেন বাংলাদেশের আপন ঘরেই পরবাস!
এ কৌশলে বাংলাদেশ এর আগে হারিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে। তবে বিপক্ষ দল যখন শ্রীলঙ্কা, তখন তাদের স্পিনারদের কথাটাও নিশ্চয়ই মাথায় ছিল টিম ম্যানেজমেন্টের। এমন উইকেট বানানোর কৌশল এখন পর্যন্ত সেরা ব্যাটসম্যান রোশেন সিলভাকে বিস্মিতই করছে শুধু, ‘উপমহাদেশে যখন অস্ট্রেলিয়ানরা বা অন্য এমন দল আসে, তখন আমরা এমন উইকেট বানাই। কিন্তু শ্রীলঙ্কার স্পিন আক্রমণ তো ভাল। আমি জানি না তারা কেন এমন উইকেট বানিয়েছে।’
‘আমরা এমন দেশের মাটিতে এমন উইকেটেই খেলি। যতটা সম্ভব সাধারণভাবে খেলার চেষ্টা করি। আমি এটাকে ভাল উইকেট বলবো না, তবে মানসিকভাবে আমরা জানতাম এটা টার্ন করবে। ঈশ্বরকে ধন্যবাদ, আমি মুস্তাফিজের প্রথম কয়েকটা বলে আউট হয়ে যাইনি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা অনেক বাজে ছিল (ব্যাটিংয়ের জন্য)।’
উইকেটের কালচে রঙ-ও বিস্মিত করছে তাকে, ‘আমাদের দেশে লোকে যখন রাস্তা বানায়, তারা কিছু বালু বা অন্য কিছু যোগ করে, যেগুলোর কারণে রাস্তার এমন রঙ শীলঙ্কায়। আমরা এমন (রঙের) উইকেট পাই না। হয়তো খারাপ আবহাওয়া হলে আমরা এমন উইকেট পাই।’
এমন উইকেটে শ্রীলঙ্কার এখনকার ৩১২ রানের লিডকেই যথেষ্ট মনে করছেন তিনি, ‘আমার মনে হয় এটা যথেষ্ট। বাংলাদেশের সব ব্যাটসম্যানও জানে, এটা সহজ হবে না। আমাদের স্পিন আক্রমণও বেশি অভিজ্ঞ। তাদেরও ভাল বোলার আছে, তবে রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা অভিজ্ঞ বোলার। হেরাথের ৪০০-এর বেশি উইকেট আছে। দিলরুয়ানের প্রথম শ্রেণিতে ৭০০-এর বেশি উইকেট আছে। সুরাঙ্গা লাকমাল ও আকিলা দনঞ্জয়াও ভাল বল করেছে। আমরা ম্যাচ জেতার একটা ভাল অবস্থানে আছি।’
শ্রীলঙ্কা অবশ্যই ভাল অবস্থানে, তবে নিজেদের শক্তিমত্তা দেখাতে গিয়ে বাংলাদেশের অবস্থানটাই তো নেমে গেল নিচে!