তানভীর-ঝড়ে জিতল শেখ জামাল
টেস্ট দলে ডাক পেয়েছিলেন মূলত বোলার হিসেবে, কিন্তু খেলার সুযোগ পাননি। কিন্তু প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে আজ নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিলেন তানভীর হায়দার। তাঁর ৭১ রানের ইনিংসে আজ অগ্রণী ব্যাংককে ২৮ রানে হারিয়েছে শেখ জামাল, জিতেছে লিগের টানা দ্বিতীয় ম্যাচে।
শুরুতে ব্যাট করতে নেমেই একের পর এক হোঁচট খেতে থাকে শেখ জামাল, ৫৬ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৩ উইকেট। এরপর ভারতের দিগ্বিজয় রঙ্গি ও ইলিয়াস মিলে যোগ করেন ৯৫ রান। দুজনেই অবশ্য ফিরে যান ১৫৪ রানের মধ্যে, তখন বাকি ১৭ ওভার।
সেখ জামালের ঝড়েরও শুরু তখন। নুরুল হাসান ও তানভীর হায়দার এরপর ৮২ রান যোগ করেছেন মাত্র ১০.২ ওভারে। তানভীর ফিফটি করেছেন ৩৭ বলে। এরপর ঝড়টা বেড়ে যায় আরও। শেষ পর্যন্ত ৭১ রান করেছেন মাত্র ৪৮ বলে, পাঁচটি চারের সঙ্গে যাতে ছিল তিনটি ছয়ও। শেষ ১০ ওভারেন ১০২ রান যোগ করেছে জামাল, পুরো ৫০ ওভার খেলে করেছে ২৯৪ রান।
অগ্রণী ব্যাঙ্ক অবশ্য শুরু থেকেই হোঁচট খেতে থাকে। সৌম্য সরকার টি-টোয়েন্টি দলে ডাক পাওয়াটা উদযাপন করতে পারেননি, আউট হয়ে গেছেন ২২ রানে। এরপর সবাই কমবেশি থিতু হলেও কেউ ইনিংস খুব বড় করতে পারেননি। রাফতুল্লাহ মোহাম্মদ করেছেন ৪৩, ধীমান ঘোষ করেছেন ৪৮। দুজনের কেউ ইনিংসটা বড় করতে পারলে গল্পটা অন্যরকমও হতে পারত। শেষ দিকে নেমে শফিউল ইসলাম ৩১ বলে করেছেন ৪৪ রান, তবে হারের ব্যবধান কমানোর সান্ত্বনাই শুধু এসেছে তাতে। ৪৯.১ ওভারে যখন অলআউট হয়েছে অগ্রণী, জয় থেকে তখনো তারা ২৮ রান দূরে। নাজমুল ইসলাম ও ইলিয়াস সানি নিয়েছেন তিনটি করে উইকেট, তবে ম্যাচসেরা হয়েছেন তানভীরই।