• বাংলাদেশ-শ্রীলংকা
  • " />

     

    জহুরুলকে উদযাপন করতে দিল না খেলাঘর

    জহুরুলকে উদযাপন করতে দিল না খেলাঘর    

    গাজী গ্রুপ ২৪৭/৫, ৫০ ওভার (জহুরুল ১০২, ভাটিয়া ৬১*, রাফসান ১/১২, হাসান ১/৫০) 
    খেলাঘর ২৪৯/৫, ৪৮.৩ ওভার (অঙ্কন ৮৫, মেনারিয়া ৫১, নাঈম হাসান ২/৪৮, মুমিনুল ১/১২) 
    ফল- খেলাঘর ৫ উইকেটে জয়ী 
    ম্যাচসেরা- মাহিদুল ইসলাম অঙ্কন 


    টানা দুই ম্যাচ হারের পর জয় পেয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতি। গতবারের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৯ বল বাকি রেখে ৫ উইকেটে হারিয়েছে তারা। বিকেএসপিতে জহুরুল ইসলামের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি তাই শেষ পর্যন্ত বৃথাই গেছে। 

    টসে জিতে ফিল্ডিং নিয়েছিল খেলাঘর। ২২ রানের মাঝে ইমরুল কায়েসকে হারানো গাজী গ্রুপের ইনিংসের হাইলাইটস মূলত দুইটি জুটি। ২য় উইকেটে মুমিনুল হকের সঙ্গে জহুরুল ইসলামের ৭২ রানের পর ৫ম উইকেটে ভারতীয় রজত ভাটিয়ার সঙ্গে ১০০ রান। 

    ১৪২ বলে ৫ চার ও ১ ছয়ে ১০২ রান করে আউট হয়েছেন জহুরুল, এর আগেই ছাড়িয়ে গেছেন তার আগের সর্বোচ্চ অপরাজিত ৯৬ রানের স্কোরকে। ক্যারিয়ারে ২৩টি ফিফটি করার পর সেঞ্চুরি পেলেন তিনি। ভাটিয়া অপরাজিত ছিলেন জহুরুলের সমান ছয়-চারে ৬০ বলে ৬১ রানে। শেষ ১০ ওভারে ৭০ রান তুলে ২৪৭ পর্যন্ত যেতে পেরেছিল গাজী গ্রুপ। 

    ৫০ রানের ওপেনিং জুটি্র পর খেলাঘর খেই হারিয়ে ফেলেনি কখনোই। তিন নম্বরে নামা মাহিদুল ইসলাম অঙ্কন ৭ চার ও ৪ ছয়ে ৮৫ রান করে আউট হয়েছেন জয় থেকে ৪৩ রান দূরে থাকতে। একেবারে শেষে গিয়ে আউট হয়েছেন অশোক মেনারিয়া, আগের ম্যাচে ৪৫ রানের ইনিংসের পর আজ করেছেন ৫১ রান। 

    খেলাঘরের মতোই ৩ ম্যাচে দুইবার হারলো গাজী গ্রুপ।