তামিম-মুশফিক অনিশ্চিত, ডাক পেলেন মিঠুন
চোটের জন্য আগেই ছিটকে গিয়েছিলেন সাকিব। এবার প্রথম টি-টোয়েন্টিতে খেলা অনিশ্চিত হয়ে পড়ল তামিম ইকবাল ও মুশফিকুর রহিমেরও। বাংলাদেশ দলে সতর্কতা হিসেবে তাই ডাকা হয়েছে মোহাম্মদ মিঠুনকে।
তামিম-মুশফিক যে চোট পেয়েছেন, সেটা আজ সংবাদ সম্মেলনেই নিশ্চিত করেছেন বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। কাল অনুশীলনের সময় হাতের পেশীতে কিছুটা আঘাত পেয়েছিলেন তামিম, আর মুশফিক চোট পেয়েছেন কব্জিতে। মাহমুদউল্লাহ অবশ্য জানিয়েছেন, দুজনের চোট গুরুতর কিছু নয়। সবকিছু ঠিক থাকলে তাদের সেরে ওঠার কথা কালই। তবুও সতর্কতা হিসেবে দলে ডাকা হয়েছে মিঠুনকে।
মিঠুনকে নিয়ে বাংলাদেশ দল হলো ১৬ জনের। এর আগে ১২টি টি-টোয়েন্টিতে খেলেছেন মিঠুন। কদিন আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলে করেছিলেন ১০ রান।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ স্কোয়াড
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান, আরিফুল হক, জাকির হাসান, আফিফ হোসেন, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন।