• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    জিয়াউরের ব্যাটিংয়ে জিতল শেখ জামাল

    জিয়াউরের ব্যাটিংয়ে জিতল শেখ জামাল    

    প্রাইম ব্যাংক-শেখ জামাল, ফতুল্লা
    টস- প্রাইম ব্যাংক (ব্যাটিং)
    প্রাইম ব্যাংক ২২৭ অল-আউট, ৫০ ওভার (মেহেদি মারুফ ৪১, সাজ্জাদুল ৩৫, দেলোয়ার ২৬, রবিউল ৩/৩৬, ইলিয়াস সানি ২/৩৪)
    শেখ জামাল ২২৯/৫, ৪৪.৪ ওভার (জিয়াউর ৬৭, সৈকত ৩৯, রঙ্গী ৩৯, মনির ২/৩৮, আরিফুল ১/৩৮)
    ফল- শেখ জামাল ৫ উইকেটে জয়ী 


    দুই দল মিলিয়ে ফিফটি শুধু একটি। ফতুল্লায় প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ও শেখ জামালের ম্যাচে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতেই। জিয়াউর রহমানের ফিফটিই গড়ে দিয়েছে পার্থক্য, ৩২ বল ও ৫ উইকেট বাকি রেখে প্রাইম ব্যাংকের দেওয়া ২২৮ রানের লক্ষ্য পেরিয়ে গেছে শেখ জামাল। এ নিয়ে টানা তিন ম্যাচই হারলো প্রাইম ব্যাংক, চার ম্যাচের তিনটিতেই জিতল শেখ জামাল। 

    টসে জিতে ব্যাটিং নিয়েছিল প্রাইম ব্যাংক, ৪৯ রানের ওপেনিং জুটিতে শুরুটাও হয়েছিল ভালই। ১১ জনের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন ৯ জনই, তবে সর্বোচ্চ স্কোর ওপেনার ও অধিনায়ক মেহেদি মারুফের ৪১ রানই। ৭৫ বলে ৩ চার ও ২ ছয় ছিল তার ইনিংসে, দ্বিতীয় সর্বোচ্চ আটে নামা সাজ্জাদুল হকের ৪৫ বলে ৩৫ রানের ইনিংস। মারুফের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন গতকাল শেষ হওয়া শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা জাকির হোসেন, তিনে নেমে করেছেন ৩৮ বলে ২৭ রান। আর আরিফুল করেছেন ১২ রান। আরিফুল খেলেছিলেন সিলেটে গতকালের টি-টোয়েন্টি ম্যাচও। 

    যেমন খেলেছিলেন শেখ জামালের দুই বোলার- আবু জায়েদ চৌধুরি ও নাজমুল ইসলাম। জায়েদ ১০ ওভারে ৬১ রানে নিয়েছেন ১ উইকেট, আর ৯ ওভারে ৪২ রান দিয়ে ১ উইকেট নাজমুলের। প্রাইম ব্যাংকের সেরা বোলার ছিলেন ডানহাতি পেসার রবিউল হক, ৯ ওভারে ৩৪ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট। উইকেট পেয়েছেন ইলিয়াস সানি ও সোহাগ গাজিও। উইকেটশূন্য ছিলেন শুধু জিয়াউর রহমান, ৪ ওভারে ২৫ রান গুণে সবচেয়ে খরুচে বোলারও তিনিই। 

    ৮ম উইকেটে সাজ্জাদুলের সঙ্গে দেলোয়ারের ৫৮ রানের জুটিই প্রাইম ব্যাংকের সর্বোচ্চ, এছাড়া উইকেট পড়েছে নিয়মিত বিরতিতেই- সব মিলিয়ে ২২৭ রানের বেশি করা হয়নি তাদের। 

    বোলিংয়ের ঘাটতিটা ব্যাটিংয়ে পুষিয়ে দিয়েছেন জিয়াউর। ওপেনিংয়ে নেমেছিলেন সৈকত আলির সঙ্গে, দুইজনের জুটি ৭০ রানের। সৈকত করেছেন ৬ চার ও ১ ছয়ে ৪৪ বলে ৩৯ রান। তার উইকেটের পর রাকিনের সঙ্গে জিয়াউর গড়েছেন ৬৫ রানের জুটি, জয়ের পথে অনেকটাই এগিয়ে যাওয়া শেখ জামালকে টলাতে পারেনি ২ রানের ব্যবধানে ২ উইকেট হারানোর ধাক্কাও। ৮ চার ও ১ ছয়ে ৭৬ বলে ৬৭ রান করে দেলোয়ারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন জিয়াউর। তবে দিগ্বিজয় রঙ্গীর ৩৯, নুরুল হাসানের ২৮ রানের সঙ্গে ইলিয়াস সানির ১৩ ও তানভীর হায়দারের অপরাজিত ১২ রানের ছোট ইনিংসে ভর করে জয় পেয়ে গেছে শেখ জামাল। 

    রুবেল হোসেন, দেলোয়ার ও আরিফুল নিয়েছেন ১টি করে উইকেট, ৩.৮ ইকোনমিতে ৩৮ রানে ২ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার মনির হোসেন। তবে তাদের বোলিং পারফরম্যান্সকে ছাপিয়ে গেছে ম্যাচসেরা জিয়াউরের ইনিংস, যেমন প্রাইম ব্যাংককে ছাপিয়ে গেছে শেখ জামাল।