• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    টি-টোয়েন্টিতে মাশরাফিকে ফেরানোর চেষ্টা করছে বিসিবি

    টি-টোয়েন্টিতে মাশরাফিকে ফেরানোর চেষ্টা করছে বিসিবি    

    মাশরাফি বিন মুর্তজাকে টি-টোয়েন্টিতে ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তাদের মধ্যে এ বিষয়ে কথা হয়েছে, এখন মাশরাফিকে এ বিষয়ে বলা হবে। বাকি সিদ্ধান্ত মাশরাফি নিজেই নেবেন। 

    গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টির টসের সময় অবসরের ঘোষণা দেন তখনকার অধিনায়ক মাশরাফি। দেশে ফেরার পর তাকে পাশে রেখে নাজমুল বলেছিলেন, মাশরাফি শুধু অধিনায়কত্ব ছেড়েছেন, টি-টোয়েন্টি নয়। মাশরাফি অবশ্য বলেছিলেন, 'এখনও তো ওয়ানডে খেলছি, আমার মনে হয় মজা হবে সেখানেই।' 

    এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজে দুইটি, আর সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে দুইটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। হেরেছে সবকটিতেই। নাজমুল বলছেন, শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের আগেই মাশরাফিকে এ ফরম্যাটে ফিরতে বলেছিলেন তিনি, ‘আমি এই সিরিজেই তাকে খেলার জন্য বলেছিলাম, তবে ওরকম জোর দিয়ে না। আমি ওকে বলেছিলাম- এটা খেলতে হবে। আমাকে তখন বললো, ও টেস্ট খেলতে চায়, টি-টোয়েন্টি না। তারপর আর এটা এগোয়নি।’

    এখনও টি-টোয়েন্টিতে মাশরাফিকেই সেরা বোলার মানছেন নাজমুল, ‘আমি ওকে বলেছিলাম, এটা খেলতে। কারণ, নতুন বলে এখনও সে-ই সেরা। নতুন বলে- এখন পর্যন্ত যারা আছে- তাদের অন্যতম সেরা। আদতে- মুস্তাফিজ ছাড়া- যারা আছে অন্তত টি-টোয়েন্টির জন্য- সবচেয়ে নির্ভরযোগ্য বোলার এখন পর্যন্ত মাশরাফিই।’

    মার্চের শুরুতে শ্রীলঙ্কায় ভারত ও স্বাগতিকদের সঙ্গে টি-টোয়েন্টির নিদাহাস কাপ বাংলাদেশের, সে সিরিজেই মাশরাফিকে আবার ফেরানোর চেষ্টার কথা বলছেন তিনি, ‘মাশরাফিকে নিয়ে আলাপ হয়েছে। কিন্তু, মাশরাফির ওপর বেশি নির্ভর করে। সবাই বলেছে, “আপনি বললে খেলবে”। কিন্তু আমি তো চাপ দিতে পারি না। আমি শুধু বলতে পারি, সে যদি মানে। দেখা যাক, চেষ্টা চলছে। আমি বললে খেলবে, আমি জানি।’